shono
Advertisement

অস্ট্রেলিয়া, ব্রিটেনের পর আমেরিকা, ফের ভারতীয় দূতাবাসে খলিস্তানি তাণ্ডব, খোলা হল জাতীয় পতাকা

তীব্র নিন্দা করেছে নয়াদিল্লি।
Posted: 08:12 PM Mar 20, 2023Updated: 08:12 PM Mar 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া, ব্রিটেনের পর এবার আমেরিকা। লন্ডনের পর সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে হামলা খলিস্তানি সমর্থকদের। ভারতের জাতীয় পতাকা নামিয়ে টাঙিয়ে দেওয়া হয় খলিস্তানি পতাকা। এমনকী, হাতে অস্ত্র নিয়ে রীতিমতো দূতাবাসে চড়াও হয় তারা। তাঁদের দাবি একটাই, খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে মুক্ত করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে এই দাবিতে ভারতীয় দূতাবাস আক্রমণ করা হচ্ছে। যার তীব্র নিন্দা করেছে নয়াদিল্লি।

Advertisement

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, হাতে অস্ত্র নিয়ে দূতাবাসে ঢুকে পড়েছে একদল খলিস্তানপন্থী। তাঁদের ব্য়াকগ্রাউন্ডে চলছে পাঞ্জাবি গান। দূতাবাসের বাইরে জাতীয় পতাকা নামিয়ে খলিস্তানি পতাকা টাঙিয়ে দেয় তারা। এমনকী, দূতাবাসের দেওয়ালে স্প্রে পেইন্ট দিয়ে লিখে দেয়, ফ্রি অমৃতপাল সিং। বাংলায় যার অমৃতপাল সিংকে মুক্ত করো। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হামলাকারীদের সরিয়ে দিয়ে তাদের সংগঠনের পতাকা নামিয়ে দেওয়া হয়। ফের উত্তোলন করা হয় তেরঙা।

 

একই ঘটনা ঘটেছিল লন্ডনে ভারতীয় হাই কমিশনেও। ভারতীয় হাই কমিশনে ভারতের জাতীয় পতাকা নামিয়ে দিয়ে নিজেদের পতাকা উত্তোলন করল খলিস্তানিরা। রবিবার বিকেলে লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান কয়েকজন খলিস্তানি (Khalistan)। হাতে হলুদ পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে তাঁরা নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে ঢুকে পড়েন। তারপরেই ভারতের পতাকা টেনে নামিয়ে দেন এক ব্যক্তি। সেখানে হলুদ খলিস্তানি পতাকা উত্তোলন করা হয়। একাধিক ভারত বিরোধী স্লোগান দেন সমবেত প্রতিবাদীরা।

পরে অবশ্য খলিস্তানিদের এই কাণ্ডের কড়া জবাব দেয় ভারতও। বিল্ডিং জুড়ে বিশায় ভারতীয় তেরঙা টাঙিয়ে দেয় তারা। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার