সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যারিবিয়ানের বাহামাস দ্বীপে একটি হোটেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হল এক ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার। মৃতের নাম গৌরব জয়সিং (২৫)। তবে এটি নিছকই একটি দুর্ঘটনা নাকি তাঁকে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকরী আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, গৌরব আমেরিকার ওয়ালথাম শহরের বেন্টলি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। কয়েকদিনের মধ্যেই তাঁর স্নাতক হওয়ার কথা ছিল। সম্প্রতি তিনি কলেজ থেকে বাহামাসে ঘুরতে গিয়েছিলেন। গত রবিবার রাতে হোটেলের ঘরে তিনি তাঁর সহপাঠীদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। কিছুক্ষণ পর কোনও কারণে তিনি বারান্দায় যান। সহপাঠীদের দাবি, অসাবধানতাবশত গৌরব বারান্দা থেকে পা পিছলে নিচে পড়ে যান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তাক্ত অবস্থায় গৌরবকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায়, ঘটনাস্থলেই গৌরবের মৃত্যু হয়েছিল। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। গৌরবের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে তারা। এটি নিছকই একটি দুর্ঘটনা নাকি গৌরবকে খুন করা হয়েছে? তা নিয়ে উঠছে প্রশ্ন। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরই বেন্টলি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে শোকজ্ঞাপন করা হয়েছে। তারা তাদের এক্স হ্যান্ডেলে লেখে, ‘গৌরবের মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবারের সঙ্গে রয়েছি।’
