সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চশিক্ষার জন্য আমেরিকায় (USA) পাড়ি দেওয়া হায়দরাবাদের (Hyderabad) তরুণীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করল ভারতের কনসুলেট জেনারেল। বেশ কয়েকদিন আগেই সাইদা লুলু জাইদি নামে ওই তরুণীর দুরবস্থার খবর প্রকাশ্যে আসে। তারপরেই ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar) দ্বারস্থ হন তাঁর পরিবারের সদস্যরা। তারপরেই জানা গিয়েছে, সাইদার সঙ্গে যোগাযোগ করেছে ভারতের কনসুলেট জেনারেল। অবিলম্বে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হচ্ছে। আপাতত সাইদা সুস্থ রয়েছেন বলেই জানিয়েছে শিকাগোর (Chicago) কনসুলেট।
রবিবার একটি টুইট করে কনসুলেটের তরফে জানানো হয়েছে, “সাইদা জাইদির সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। আপাতত তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ভারতে থাকা মায়ের সঙ্গে কথাও বলেছেন। সমস্ত রকম সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে তাঁকে। তবে এখনও দেশে ফেরার বিষয়ে সাইদা কিছু জানাননি।” জানা গিয়েছে, সাইদার বাবা-মায়ের পাসপোর্ট নেই। কিন্তু মেয়ের দেখাশোনা করতে তাঁরা যেন অবিলম্বে শিকাগো পৌঁছতে পারেন, সেই জন্য ইতিমধ্যেই তেলেঙ্গানা সরকারের কাছে দ্রুত পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করতে আবেদন জানানো হয়েছে। তাঁদের আমেরিকা যাত্রায় সাহায্য করতেও আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই।
[আরও পড়ুন: মাস্ক-জুকারবার্গের লড়াইয়ে সরাসরি সম্প্রচার, সংগৃহীত অর্থ যাবে সমাজকল্যাণের কাজে]
প্রসঙ্গত, সাইদা লুলু মিনহাজ জাইদি নামে ওই তরুণী হায়দরাবাদের বাসিন্দা। ২০২১ সালের আগস্টে আমেরিকার ডেট্রয়েটের ট্রিন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়তে গিয়েছিলেন তিনি। কিন্তু বিদেশে পড়তে গিয়ে মানসিক অবসাদের শিকার হন সাইদা। তার মধ্যেই কেউ একজন তাঁর জিনিসপত্রও চুরি করে নেয়। তারপর থেকেই রাস্তায় রাস্তায় অনাহারে দিনযাপন করতে শুরু করেন সাইদা। সোশ্যাল মিডিয়ার দৌলতেই মেয়ের এহেন অবস্থার কথা জানতে পারেন সাইদার বাবা-মা। তারপরেই বিদেশমন্ত্রীর দ্বারস্থ হন তাঁরা।
তারপরেই শিকাগোর ভারতীয় কনসুলেটের তরফে সাইদার সঙ্গে যোগাযোগ করা হয়। আপাতত তিনি সুস্থ থাকলেও বিমানযাত্রার ধকল সামলে দেশে ফিরে আসার অবস্থায় নেই। এহেন পরিস্থিতিতে ওই তরুণীর বাবা-মাকে আমেরিকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেই খবর।