shono
Advertisement
Indian Student

আমেরিকায় দুর্ঘটনায় কোমায় ভারতীয় ছাত্রী, ভিসা পেতে কেন্দ্রের সাহায্য প্রার্থনা পরিবারের

১৪ ফেব্রুয়ারি কালিফোর্নিয়ার রাস্তায় একটি চারচাকা গাড়ি পিষে দেয় ছাত্রী নীলম শিণ্ডেকে।
Published By: Kishore GhoshPosted: 11:34 AM Feb 27, 2025Updated: 11:39 AM Feb 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসেই আমেরিকার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হন এক ছাত্রী। তিনি বর্তমান কোমায় আচ্ছন্ন বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের বাসিন্দা তরুণীর পরিবার আশঙ্কাজনক মেয়ের দেখভালের জন্য দ্রুত ভিসা পেতে কেন্দ্রীয় সরকারের সাহায্য চাইল। যদিও এখনও পর্যন্ত বিদেশ মন্ত্রক এই বিষয়ে বিবৃতি দেয়নি।

Advertisement

গত ১৪ ফেব্রুয়ারি কালিফোর্নিয়ার রাস্তায় একটি চারচাকা গাড়ি পিষে দেয় নীলম শিণ্ডে নামের বছর পয়ত্রিশের তরুণীকে। মহারাষ্ট্রের সাতারা জেলার বাসিন্দা নীলমকে উদ্ধার করে  শহরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করে পুলিশ। জানা গিয়েছে, দুর্ঘটনার পরেই কোমায় চলে যান তিনি। তরুণীর বাবা তানাজি শিণ্ডে বলেন, "১৬ ফেব্রুয়ারি দুর্ঘটনার কথা জানতে পারি আমরা। তার পর থেকে ভিসার জন্য চেষ্টা করছি। যদিও এখনও পর্যন্ত ভিসার ব্যবস্থা হয়নি।"

এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বিদেশমন্ত্রী এস জয়শংকরের কাছে অসহায় পরিবারটির জন্য সাহায্য চেয়েছেন। তিনি বলেন, "এটি একটি মানবিক বিষয়। আমরা সকলে চাই দ্রুত সমস্যার সমাধান হোক।" টুইট করে আমেরিকার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া ভারতীয় ছাত্রীর পরিবারের ভিসার জন্য আবেদন করেন সুপ্রিয়া।

তরুণীর কাকা জানান, দুর্ঘটনায় নীলমের হাত ও পা ভেঙে গিয়েছে। এছাড়াও মাথায় গুরুতর আঘাত লেগেছে। পুলিশই তাঁকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেছিল। মস্তিষ্কের অস্ত্রোপচারের জন্য পরিবারের অনুমতি চান চিকিৎসকরা। বর্তমান কোমায় রয়েছে তরুণী। ছাত্রীর বাবার মতোই কাকাও জানান, হাজার চেষ্টার পরেও ভিসা মিলছে না। দ্রুত ভিসা পেতে ভারত সরকারের সাহায্য চাইছে ছাত্রীর পরিবার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইতিমধ্যে এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বিদেশমন্ত্রী এস জয়শংকরের কাছে অসহায় পরিবারটি জন্য সাহায্য চেয়েছেন।
  • তরুণীর কাকা সঞ্জয় কদম জানান, দুর্ঘটনায় তরুণীর হাত ও পা ভেঙে গিয়েছে। এছাড়াও মাথায় গুরুতর আঘাত লেগেছে।
Advertisement