shono
Advertisement
Gaza

গাজায় ত্রাণ পৌঁছতে গিয়ে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ! 'সেলফি তুলতে এসেছিল', কটাক্ষ ইজরায়েলের

রবিবার রাত থেকে গ্রেটাদের খোঁজ মেলেনি।
Published By: Anwesha AdhikaryPosted: 10:17 AM Jun 09, 2025Updated: 10:17 AM Jun 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনাহারে মরতে বসা গাজার মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন বিখ্যাত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। কিন্তু গাজায় ঢোকার অনেক আগেই আটকে দেওয়া হল তাঁদের নৌকা। সেখানে থাকা মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে। ইজরায়েলের বিদেশমন্ত্রকের দাবি, যৎসামান্য ত্রাণ নিয়ে সেলফি তুলতে এসেছিল কয়েকজন তারকা।

Advertisement

দীর্ঘদিন ধরেই জলপথে গাজায় প্রবেশের অনুমতি বন্ধ রেখেছে ইজরায়েল। গত আড়াই মাসেরও বেশ সময় স্থলপথেও গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয়নি বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। অবশেষে দিনকয়েক আগে অল্প পরিমাণে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইজরায়েল। সেদেশের বিদেশমন্ত্রকের দাবি, গত দু'সপ্তাহে ১২০০টি ট্রাকবোঝাই ত্রাণ পাঠানো হয়েছে গাজায়। তবে মানবাধিকার কর্মীদের কথায়, এই ত্রাণ অতি সামান্য। পুরোপুরি ত্রাণ প্রবেশের অনুমতি না পেলে দুর্ভিক্ষ হতে চলেছে গাজায়।

এহেন পরিস্থিতিতে গাজায় ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নেন গ্রেটা। জানা যায় মাডলিন নামের এক নৌকা ইটালির ক্যাটালিনা থেকে জরুরি ত্রাণ নিয়ে গাজায় যাবে। তারই শরিক হবেন গ্রেটা। এছাড়াও আইরিশ অভিনেতা লিয়াম কানিংহ্যাম এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসানও এই অভিযানে থাকবেন বলে জানা যায়। গ্রেটার কথায়, ”বিশ্ব এই পরিস্থিতিতে নীরব থাকতে পারে না। যেভাবে বিশ্বকে নিষ্ক্রিয় থাকতে দেখা যাচ্ছে তা অত্যন্ত ভয়ংকর। আমরা দেখছি ২০ লক্ষ মানুষ অনাহারে রয়েছে।”

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ৬ জুন যাত্রা শুরু করে মাডলিন। ৯ জুন গাজা পৌঁছনোর কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই স্থানীয় সময় রবিবার রাত দু'টো নাগাদ আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়া হয় গ্রেটাদের নৌকা। সেখানে থাকা প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নৌকার অন্যতম সদস্য রিমা হাসান। যদিও গোটা অভিযানকে স্রেফ প্রচারের লোভ বলে অভিহিত করেছে ইজরায়েল বিদেশমন্ত্রক। নৌকায় থাকা কর্মীরা আসলে সেলফি তুলতে এসেছেন বলেই দাবি করেছে তারা। এমনকী নৌকার ত্রাণসামগ্রীও গ্রেটারা খেয়ে ফেলেছেন বলেই দাবি ইজরায়েলের। তবে নৌকায় থাকা সমাজকর্মীদের কোনও খবর মেলেনি এখনও পর্যন্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘদিন ধরেই জলপথে গাজায় প্রবেশের অনুমতি বন্ধ রেখেছে ইজরায়েল।
  • গাজায় ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নেন গ্রেটা। জানা যায় মাডলিন নামের এক নৌকা ইটালির ক্যাটালিনা থেকে জরুরি ত্রাণ নিয়ে গাজায় যাবে। তারই শরিক হবেন গ্রেটা।
  • পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ৬ জুন যাত্রা শুরু করে মাডলিন। ৯ জুন গাজা পৌঁছনোর কথা ছিল তাঁদের।
Advertisement