সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় অভিযানে কোনও মার্কিন সেনার মৃত্যু হয়নি। গোটা অভিযানটিই বাধাহীন ছিল। যেন টেলিভিশনে কোনও অনুষ্ঠান দেখছিলাম। ভেনেজুয়েলার প্রেসিডেন্টে নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার আমেরিকার সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে মার্কিন সেনার অভিযানের কথা গর্বের সঙ্গে তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, “ভেনেজুয়েলায় অন্ধকার নেমে এসেছিল। ইতিমধ্যে অনেক অভিজ্ঞ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা প্রত্যেকেই বলেছেন, পৃথিবীর আর কোনও দেশ এমন সামরিক অভিযান চালাতে সক্ষম নয়।” তাঁর দাবি, তিনি গোটা অভিযানটি নজর রেখেছিলেন। অভিযানের গতি, তীব্রতা ও ধ্বংসাত্মক শক্তি তাঁকে মুগ্ধ করেছে। একইসঙ্গে মার্কিন সেনার ভূয়সী প্রশংসা করেন তিনি। ট্রাম্প বলেন, “অভিযানটি এক কথায় অবিশ্বাস্য ছিল। মার্কিন সেনা অভূতপূর্ব দক্ষতার পরিচয় দিয়েছে। কোনও দেশ এধরনের অভিযানে চালাতে পারদর্শী নয়।” অভিযানটিকে অত্যন্ত জটিল আখ্যা দিয়ে তিনি বলেন, “হেলিকপ্টার, যুদ্ধবিমান-সহ বিপুল সংখ্যক বিমান এতে জড়িত ছিল।” মার্কিন প্রেসিডেন্ট জানান, চার দিন আগেই তিনি অভিযান চালানোর কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তা হয়নি।
শনিবার ভোররাতে ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে আমেরিকা। তারপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। এরপর মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খোলেন ট্রাম্প। তিনি বলেন, “সুরক্ষিত দূর্গ থেকে মাদুরো এবং স্ত্রীকে আটক করা হয়েছে। মার্কিন জাহাজে করে তাদের নিউ ইয়র্কে আনা হচ্ছে। কয়েক সপ্তাহ আগেই মাদুরোর সঙ্গে আমার কথা হয়। তখনই বলেছিলাম আপনাকে হার মানতে হবে।”
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চলছিল। আশঙ্কা সত্যি করে শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গোলাবর্ষণ করে মার্কিন সেনা। পাশাপাশি, চালানো হয় বিমান হামলাও। অন্ধকারে ঢেকে যায় ভেনেজুয়েলা। এরপরই মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করার কথা ঘোষণা করেন ট্রাম্প। তবে এবিষয়ে ভেনেজুয়েলার তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
