shono
Advertisement

লন্ডনে সন্ত্রাসী হামলায় মৃত বেড়ে ৭, পুলিশের গুলিতে নিকেশ ৩ জঙ্গি

হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট৷ The post লন্ডনে সন্ত্রাসী হামলায় মৃত বেড়ে ৭, পুলিশের গুলিতে নিকেশ ৩ জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:03 PM Jun 04, 2017Updated: 10:33 AM Jun 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যানচেস্টারের পর এবার লন্ডন৷ ফের রক্তাক্ত ব্রিটেন৷ শনিবার স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে লন্ডন ব্রিজে স্থানীয় পথচারীদের ধাক্কা মারে একটি ভ্যান৷ ভ্যান থেকে নেমে তিন জঙ্গি গায়ে বিস্ফোরক ঠাসা জ্যাকেট পরে এলোপাথাড়ি ছুরির আঘাত করতে থাকে পথচারীদের৷ রবিবার পর্যন্ত জঙ্গিদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাত৷ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪৮ জনকে৷ তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক৷ একটি বিশেষ সূত্রের খবর, হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন৷

Advertisement

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও জঙ্গিদমন শাখার আধিকারিকরা৷ ফোন পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে জঙ্গিদের গুলি করে নিকেশ করে পুলিশ৷ পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মার্ক রাউলি জানিয়েছেন, নিরাপত্তারক্ষীদের গুলিতে তিন সন্দেহভাজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে৷ জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে৷ পাশাপাশি, জঙ্গি হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে জঙ্গিদের নিকেশ করতে সক্ষম হওয়ায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন তিনি৷ হালার পরই মন্ত্রিসভার জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়৷ দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা৷ এই ঘটনার মাত্র দু’সপ্তাহ আগেই ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্দে কনসার্টে জঙ্গি হামলায় ২২ জন প্রাণ হারান৷ হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

 

The post লন্ডনে সন্ত্রাসী হামলায় মৃত বেড়ে ৭, পুলিশের গুলিতে নিকেশ ৩ জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement