shono
Advertisement
power outage

ইউরোপে সাইবার সন্ত্রাস? অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, বিঘ্নিত মেট্রো-বিমান-মোবাইল পরিষেবা

স্পেনের দুই বড় বিদ্যুৎ সংস্থা বিদ্যুৎ বিভ্রাটের কারণ খতিয়ে দেখছে।
Published By: Paramita PaulPosted: 06:07 PM Apr 28, 2025Updated: 06:12 PM Apr 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল! ফ্রান্সের বিস্তীর্ণ এলাকায়ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। স্তব্ধ মেট্রো চলাচল। বিঘ্নিত উড়ান এবং মোবাইল পরিষেবাও। দীর্ঘ সময় স্থায়ী হয় এই বিপর্যয়। তবে কেন এমন পরিস্থিতি তা এখনও জানা যায়নি। তবে কি ইউরোপে সাইবার সন্ত্রাস চালাল সাইবার অপরাধীরা, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

Advertisement

সোমবার বেলার দিকে পর্তুগাল এবং স্পেনজুড়ে অন্ধকার নেমে আসে। বিদ্যুৎ বিভ্রাট হয়। ফলে পর্তুগালের কয়েক লক্ষ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। একই রকমের খবর মেলে স্পেন থেকেও। বিদ্য়ুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মাদ্রিদের বিমানবন্দরে বিমান ওঠানামা স্তব্ধ হয়ে যায়। ওই অঞ্চলের অন্য়ান্য বিমানবন্দরেরও একই অবস্থা হয়। শুধু তাই নয়, দুই দেশের বাসিন্দারা অভিযোগ করেন, মোবাইল নেটওয়ার্কও মিলছিল না। দুই দেশের রাজধানীর মেট্রো পরিষেবায় প্রভাব পড়ে। মেট্রোয় আটকে পড়েন কয়েক হাজার যাত্রী। গন্তব্যে পৌঁছনোর আগেই থমকে যায় ট্রেন। আটকে পড়েন যাত্রীরা। অন্ধকারে ডোবে হাসপাতালও। শুধু স্পেন-পর্তুগাল নয়, স্পেন লাগোয়া ফ্রান্স এবং বেলজিয়ামের বেশ কিছু শহরেও অন্ধকার নামে।

কিন্তু কী কারণে এই বিদ্যুৎ বিভ্রাট তা এখনও স্পষ্ট নয়। স্পেনের দুই বড় বিদ্যুৎ সংস্থা বিদ্যুৎ বিভ্রাটের কারণ খতিয়ে দেখছে। ইউরোপিয়ান বিদ্যুৎ গ্রিডে কোনও সমস্যা হয়েছিল। যার প্রভাব পড়ে চার দেশে। তবে পর্তুগালের জাতীয় বিদ্যুৎ সংস্থা রেনের দাবি, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম প্রান্তে আলারিক পর্বত অগ্নিকাণ্ড ঘটেছে। যার ফলে পারপিজিনান এবং নারবোন পর্বতের মাঝে হাই ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত করেছে। তবে এই চার দেশে বিদ্যুৎ বিপর্যয়ের নেপথ্যে সাইবার সন্ত্রাস হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখছেন সাইবার নিরাপত্তা সংস্থাগুলি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আচমকাই অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল!
  • ফ্রান্সের বিস্তীর্ণ এলাকায়ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত।
  • স্তব্ধ মেট্রো চলাচল। বিঘ্নিত উড়ান এবং মোবাইল পরিষেবাও।
Advertisement