shono
Advertisement
Subhanshu

মহাকাশ জয় করে ঘরে ফেরার পালা, শুভাংশুদের 'প্রত্যাবর্তন' সরাসরি সম্প্রচার করবে নাসা

কোথায় কীভাবে দেখবেন নাসার সম্প্রচার?
Published By: Anwesha AdhikaryPosted: 07:11 PM Jul 13, 2025Updated: 07:43 PM Jul 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশ জয় করে এবার ঘরে ফেরার পালা। রবিবারই মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার প্রক্রিয়া শুরু করবেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। অ‌্যাক্সিয়ম-৪ অভিযানের অন্য তিন মহাকাশচারীও রওনা দেবেন পৃথিবীর উদ্দেশে। স্পেস স্টেশনে ফেয়ারওয়েল এবং সেখান থেকে আনডকিং-পুরোটাই সরাসরি সম্প্রচার করবে নাসা।

Advertisement

জানা গিয়েছে, ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে ফেয়ারওয়েল অনুষ্ঠান। নাসার এক্সপিডিশন ৭৩-এর সাতজন সদস্য বিদায় সংবর্ধনা দেবেন শুভাংশু-সহ চার মহাকাশচারীকে। সেই সংবর্ধনা সরাসরি সম্প্রচার করবে নাসা। ফেয়ারওয়েলের পর ভারতীয় সময় সোমবার দুপুর দু'টো নাগাদ শুরু হবে শুভাংশুদের আনডকিং প্রক্রিয়া। আনডকিং শেষ হওয়ার পর পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করবেন শুভাংশুরা। এই দু'টি প্রক্রিয়া সরাসরি দেখা যাবে নাসার ওয়েবসাইট এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। শুভাংশুদের মহাকাশযান অবতরণ করবে ক্যালিফোর্নিয়া উপকূলে। সেই স্প্ল্যাশডাউনের মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন আমজনতা, নাসার সোশাল মিডিয়ার দৌলতে। 

২৬ জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ‌্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু। তারপর গত কয়েকদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করেছেন তিনি। এবার ঘরে ফিরবেন তিনি। ১৪ জুলাই ভারতীয় সময়ানুসারে বিকেল ৪টে ৩৫ মিনিটে (আমেরিকার সময় ভোর ৭টা বেজে ৫ মিনিটে) ড্রাগন স্টেশন থেকে বিচ্ছিন্ন হবে। তারপর পৃথিবীর অভিমুখে যাত্রা করবে ড্রাগন। প্রায় ৩০ মিনিট এই যাত্রার সরাসরি সম্প্রচার করবে নাসা।

তারপর নাসার সম্প্রচার বন্ধ হয়ে যাবে। শুভাংশুদের মহাকাশযান পৃথিবীতে প্রবেশের পর যখন সমুদ্রে অবতরণ করবে, তখন ফের শুরু হবে লাইভ টেলিকাস্ট। ভারতীয় সময় মঙ্গলবার ভোর তিনটের সময় পৃথিবীতে ফিরবেন শুভাংশুরা। সেই দৃশ্যও সম্প্রচারিত হবে নাসার ওয়েবসাইটে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে ফেয়ারওয়েল অনুষ্ঠান। নাসার এক্সপিডিশন ৭৩-এর সাতজন সদস্য বিদায় সংবর্ধনা দেবেন শুভাংশু-সহ চার মহাকাশচারীকে।
  • ২৬ জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ‌্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু।
  • শুভাংশুদের মহাকাশযান পৃথিবীতে প্রবেশের পর যখন সমুদ্রে অবতরণ করবে, তখন ফের শুরু হবে লাইভ টেলিকাস্ট।
Advertisement