সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার খবরে কোভিড (COVID-19)! নতুন এক স্ট্রেনের প্রাদুর্ভাব ফের আশঙ্কা বাড়াচ্ছে। দ্রুত সংক্রমণ বৃদ্ধিকারী ওমিক্রনেরই (Omicron) নতুন ভ্যারিয়েন্ট সেটি। EG.5.1 নামের এই ভাইরাসকে ডাকা হচ্ছে এরিস নামে। আপাতত ব্রিটেনে তার ‘দাঁত-নখ’ বের করতে শুরু করেছে সেটি। আর এতেই ‘সিঁদুরে মেঘ’ দেখছেন অনেকে।
জুলাই মাসে প্রথম ব্রিটেনে ধরা পড়ে এরিসের সংক্রমণ। মাত্র মাসখানেক সময়েই দ্রুত সংক্রমণ বৃদ্ধি করতে দেখা গিয়েছে নয়া ভ্যারিয়েন্টটিকে। ব্রিটেনের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা UKHSA’র দেওয়া রিপোর্ট অনুসারে, এটির প্রকোপে ১৪.৬ শতাংশ বেড়েছে সংক্রমণ।
[আরও পড়ুন: এবার ‘চন্দ্রমুখী’র চরিত্রে ভয় দেখাবেন কঙ্গনা, প্রকাশ্যে ‘দুর্ধর্ষ’ লুক, দেখুন]
এখনই পরিস্থিতি খুব ভীতিপ্রদ তা অবশ্য বলছেন না বিশেষজ্ঞরা। তবে সংক্রমণ যেমন বেড়েছে, বেড়েছে হাসপাতালে ভরতি হওয়ার ঘটনাও। যদিও সেটা বর্ষীয়ানদের ক্ষেত্রেই বেশি হচ্ছে। যদিও সব মিলিয়ে সংখ্যাটা কমই। এবং আইসিইউয়ে ভরতিও খুব কম রোগীকেই হতে হয়েছে। তবুও গোটা পরিস্থিতি নজরে রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। সকলকে নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
পাশাপাশি শ্বাসকষ্টের উপসর্গ থাকলে যতটা সম্ভব অন্যের সঙ্গে দূরত্ব রাখার কথাও বলা হয়েছে। বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে WHO’ও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, টিকাকরণ হয়েছে বলেই যে নিশ্চিন্ত থাকতে হবে তা নয়। সব দেশকেই সতর্ক থেকে অতিমারীর মোকাবিলা করে যেতে হবে বলেই বার্তা দেওয়া হয়েছে।