shono
Advertisement
Norway

'আমেরিকাকে জ্বালানি তেল দেব না', হোয়াইট হাউসে জেলেনস্কির হেনস্তায় হুঁশিয়ারি নরওয়ের সংস্থার

হল্টব্যাক বাঙ্কারস নামে নরওয়ের একটি সংস্থা মার্কিন সেনাকে বছরে ৩০ হাজার লিটার জ্বালানি তেল সরবরাহ করে।
Published By: Sucheta SenguptaPosted: 09:00 PM Mar 02, 2025Updated: 09:03 PM Mar 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খনিজ চুক্তি নিয়ে হোয়াইট হাউসে আমেরিকা-ইউক্রেনের নজিরবিহীন ঝগড়া এই মুহূর্তে আন্তর্জাতিক দুনিয়ায় সবচেয়ে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভরা বৈঠকে যেভাবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে অপমানের ছবিটা প্রকাশ্যে এসেছে, তাতে আমেরিকার নিন্দায় মুখর ইউরোপের বহু দেশ। তারা সকলেই জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন। ওভাল অফিসে জেলেনস্কির এই হেনস্তা সহ্য করতে না পেরে নরওয়ের একটি সংস্থা বড়সড় পদক্ষেপের পথে হাঁটল। মার্কিন সেনাকে বিপুল জ্বালানি তেল সরবরাহ করা ওই সংস্থা সাফ জানিয়ে দিল, অবিলম্বে সরবরাহ বন্ধ করা হচ্ছে।

Advertisement

হল্টব্যাক বাঙ্কারস নামে নরওয়ের একটি সংস্থা মার্কিন সেনাকে বছরে ৩০ হাজার লিটার জ্বালানি তেল সরবরাহ করে। কিন্তু শুক্রবার হোয়াইট হাউসে যেভাবে সকলের সামনেই বেনজির বাকযুদ্ধে জড়ালেন ট্রাম্প ও জেলেনস্কি, বিশেষত ইউক্রেনের প্রেসিডেন্টকে যেভাবে হেনস্তার মুখে পড়তে হল, তাতে নরওয়ের সংস্থাটি রীতিমতো রেগে আগুন। ফেসবুকে বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ''আজ বিশ্বের সবচেয়ে জঘন্য একটা শো হল। মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে আমরা দেখলাম। ইউক্রেনের প্রেসিডেন্টকে আমরা কুর্নিশ জানাই। এতক্ষণ বসে বসে অসভ্যতা সহ্য করার জন্য। এসব আমাদের ক্লান্ত করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অবিলম্বে আমেরিকাকে তেল সরবরাহ বন্ধ করব। যতক্ষণ না ট্রাম্প জমানার পতন ঘটছে, ততক্ষণ একফোঁটা তেলও দেব না। এমনকী এখন থেকে মার্কিন জাহাজ নরওয়ের তীরে ভিড়তেও পারবে না।''

সংস্থার মালিক তথা চেয়ারম্যান গানার গ্রানের কথায়, ''আমাদের একটা নীতি আছে। আমরা ইউক্রেনকে সমর্থন করি। আমাদের সংস্থায় বহু ইউক্রেনীয় কর্মী আছেন। তাঁদের আবেগের ভেবে আমরা তেল সরবরাহ বন্ধ করছি। আমরা চাই, ইউরোপের অন্যান্য দেশও আমাদের এই নীতি অনুসরণ করুক। জয় ইউক্রেন।'' হল্টব্যাক বাঙ্কারসের সঙ্গে আমেরিকার যে খুব একটা বাণিজ্যিক সম্পর্ক আছে, তা নয়। মূলত সেনাকেই জ্বালানি তেল সরবরাহ করে তারা। ফলে তেল সরবরাহ বন্ধ হলে বিশেষ ক্ষতির আশঙ্কা নেই। নরওয়ের সংস্থার এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়ে বলছেন, মুখের উপর জবাব!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্টের হেনস্তায় ক্ষুব্ধ নরওয়ের সংস্থা।
  • মার্কিন সেনাকে জ্বালানি তেল সরবরাহ বন্ধের হুঁশিয়ারি।
Advertisement