সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন বন্দি বিনিময়ের শর্ত মেনে যুদ্ধবিরতি চলছে। সেই সময়েই প্যালেস্টাইনের ওয়েস্টব্যাঙ্কে হামলা চালানোর অভিযোগ উঠল ইজরায়েলের সেনার বিরুদ্ধে। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজরায়েলি সেনার গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছে লায়লা আল-খাতিব নামের দু'বছরের শিশুকন্যা। এই ঘটনায় নতুন করে 'যুদ্ধবাজ' ইজরায়েলের আগ্রাসন নিয়ে বিশ্বজুড়ে সোচ্চার হচ্ছেন বহু মানুষ। সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। লায়লা ছবি হাতে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষও।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
প্যালেস্টাইনের তরফে হামলার অভিযোগ আনা হলেও ইজরায়েলের দাবি, যুদ্ধবিরতি ভঙ্গ করা হয়নি। কোনও বড় হামলাও চালানো হয়নি। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে অভিযান চালানো হয়েছে কেবল। যদিও তাতেই একাধিক মৃত্যুর খবর মিলছে। ওয়েস্ট ব্যাঙ্কের উত্তরের শহর জেনিনে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনার 'অপারেশনে' অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে খবর। ওই হামলায় ১৪ বছরের এক কিশোরেরও মৃত্যু হয়েছে। এবার প্রকাশ্যে এল দু'বছরের লায়লার মৃত্যুসংবাদ। হামলার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন লায়লার অন্তঃসত্ত্বা মা।
দীর্ঘ ১৫ মাস ধরে চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয়েছিল সাম্প্রতিক ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির চুক্তিতে। বেসরকারি মতে নিহতের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ২০ হাজার। এখন যুদ্ধবিরতি চলাকালীন ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলি বাহিনীর হামলায় নতুন করে প্রশ্নের মুখে বেঞ্জামিন নেতনিয়াহু সরকার। এই অবস্থায় নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেন কিনা, সেটাই দেখার। উল্লেখ্য, ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছিলেন ট্রাম্প।