সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ল্যুভরের বহুমূল্য ধনসম্পদ লুট করে সোজা আফ্রিকা পালানোর ছক কষেছিল চোরের দল। সেইমতো টিকিট কেটে আলজেরিয়ার বিমানেও উঠতে যাচ্ছিল এক দুষ্কৃতী। কিন্তু তার আগেই তাকে হাতেনাতে পাকড়াও করা হয়। তার কিছুক্ষণের মধ্যে প্যারিস শহর থেকে ধরা পড়ে আরেকজন। ল্যুভর লুণ্ঠনের প্রাথমিক কিনারার পর বিস্তারিত জানিয়েছে প্রশাসন। গত ১৯ অক্টোবর দিনেদুপুরে ল্যুভর মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারি থেকে বহুমূল্য ৮ টি ঐতিহাসিক গয়না চুরি হয়। দেশের সাম্প্রতিক ইতিহাসে তা দুর্ধর্ষ ডাকাতি বলেই গণ্য করা হচ্ছে।
ঘটনার প্রায় একসপ্তাহ পর ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কীভাবে অপারেশন চালিয়ে তাদের জালে আনা হয়েছে, তা প্রকাশ করা হয়েছে প্রশাসনের তরফে। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের ফ্রান্স এবং আলজেরিয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। সে-ই আলজেরিয়া পালানোর পরিকল্পনা করেছিল। অপরজন ফরাসি নাগরিক। তার ছক ছিল আফ্রিকার ছোট্ট দেশ মালিতে গা ঢাকা দেওয়ার। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায়। আরও জানা যাচ্ছে, ওইদিন নির্মাণকর্মীদের পোশাক পরে ছদ্মবেশে তারা ঢুকেছিল মিউজিয়ামে। সেসময় সেইন নদীর দিকে ল্যুভরের ওই অংশে নির্মাণকাজ চলছিল। সেই সুযোগে ডাকাতি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, লুটপাট করে পালানোর সময় তারা নিজেদের টুপি, জ্যাকেট ফেলে রেখে যায়। সেইসঙ্গে লুটের একটি গয়নাও ফেলে যায়। তাদের ব্যবহৃত সেসব পোশাক থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে লুটেরাদের চিহ্নিত করা হয়। এরপর তল্লাশি চালিয়ে ধাওয়া করে বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয় আলজেরিয়া-ফরাসি নাগরিক। তার কিছুক্ষণের মধ্যে প্যারিস শহর থেকে অপরজনকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের আরও খবর, টানা কয়েকঘণ্টা ধরে নাকি তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর জন্য প্রায় ১০০ জন দক্ষ আধিকারিককে নিয়ে বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে। তবে লুট হওয়া গয়না উদ্ধারের তেমন কোনও আশা দেখছেন না তদন্তকারীরা।
