shono
Advertisement

Breaking News

Pahalgam Attack

গলা কেটে দেব! লন্ডনে প্রবাসী ভারতীয়দের 'হুমকি' পাক সেনা উপদেষ্টার, ভিডিও ভাইরাল

পাঁচ হাজারেরও বেশি প্রবাসী ভারতীয় লন্ডনে পাকিস্তানের হাই কমিশনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন।
Published By: Gopi Krishna SamantaPosted: 12:26 PM Apr 26, 2025Updated: 02:12 PM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতেও বেপরোয়া পাকিস্তান! পহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ড (Pahalgam Attack ) নিয়ে শুক্রবার লন্ডনে পাক হাইকমিশনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রবাসী ভারতীয়রা। তখনই বিক্ষোভরত প্রবাসী ভারতীয়দের দিকে গলা কেটে নেওয়ার ইশারা করতে দেখা যায় পাকিস্তান সেনা ও বায়ুসেনার উপদেষ্টা কর্নেল তৈমুর রাহাতকে।

Advertisement

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতীয় বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমানের ছবি দেওয়া একটি পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রবাসী ভারতীয়রা। তাঁদেরই গলা কেটে নেওয়ার হুমকি দিচ্ছেন ওই পাক সেনা আধিকারিক। আর এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই পাকিস্তানের উগ্রতা নিয়ে আরও একবার প্রশ্ন উঠতে শুরু করেছে।

পাঁচ হাজারেরও বেশি প্রবাসী ভারতীয় লন্ডনে পাকিস্তানের হাই কমিশনের বাইরে পহেলগাঁও হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন। ভূস্বর্গে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে স্লোগান দিচ্ছিলেন তাঁরা। পাশাপাশি জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। একই সঙ্গে পহেলগাঁও হামলার সঠিক বিচার চেয়ে ভারতীয় পতাকা, ব্যানার নিয়ে ক্ষোভ প্রদর্শন করেন। সেসময়ই পাক হাই কমিশনের দপ্তরের বারান্দায় দাঁড়িয়ে বিক্ষোভরত ভারতীয়দের বিরুদ্ধে গলা কেটে নেওয়ার ইঙ্গিত করে হুমকি দেন পাক সেনা উপদেষ্টা।

এদিকে যেসময় হাই কমিশনের বাইরে প্রবাসী ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেসময় পাক হাইকমিশনের দপ্তর থেকে উচ্চস্বরে গান বাজানো হয় বলে অভিযোগ। পাকিস্তানের এমন আচরণের প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারীরা জানান, গোটা বিশ্ব যখন এই নারকীয় ঘটনায় শোকাচ্ছন্ন, ঠিক তখন পাকিস্তান আনন্দ উচ্ছ্বাসে মাতছে।

এক বিক্ষোভকারী বলেন, “পাকিস্তান তাদের দেশে সন্ত্রাসবাদের কারখানা তৈরি করেছে। এর ফলে কাশ্মীরের পহেলগাঁওয়ে আমাদের দেশের ২৬ জন নিরীহ মানুষকে প্রাণ দিতে হল। এই ঘটনার প্রতিবাদ জানাতেই আমরা এখানে জড়ো হয়েছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে শুক্রবার লন্ডনে পাক হাইকমিশনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রবাসী ভারতীয়রা।
  • তখনই বিক্ষোভরত প্রবাসী ভারতীয়দের দিকে গলা কেটে নেওয়ার ইশারা করতে দেখা যায় পাকিস্তান সেনা ও বায়ুসেনার উপদেষ্টা কর্নেল তৈমুর রাহাতকে।
  • বিক্ষোভ দেখানোর সময় পাক হাইকমিশনের দপ্তর থেকে উচ্চস্বরে গান বাজানো হয় বলে অভিযোগ।
Advertisement