shono
Advertisement
Pakistan

'বন্ধু' বেজিংয়ের দ্বারস্থ ইসলামাবাদ, অপারেশন সিঁদুরের পর চিন সফরে পাক বিদেশমন্ত্রী

তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিও যোগ দেবেন পাকিস্তান এবং চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে।
Published By: Anwesha AdhikaryPosted: 10:38 AM May 19, 2025Updated: 10:38 AM May 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর প্রথম বিদেশ সফরেই চিন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইশাক দার। জানা গিয়েছে, সোমবারই চিনে পৌঁছবেন পাক বিদেশমন্ত্রী। ভারত-পাক সংঘাতের আবহে বৈঠক করবেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গেও। এছাড়া তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গেও বৈঠকে বসতে পারেন ইশাক এবং ওয়াং। উল্লেখ্য, ভারত-পাক সংঘাতের আবহে বরাবর 'বন্ধু' ইসলামাবাদের পাশে ছিল বেজিং।

Advertisement

অপারেশন সিঁদুরের পর আপাত সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিয়েছে ভারত-পাকিস্তান। সেই ফাঁকেই 'বন্ধু' চিনের দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ। জানা গিয়েছে, সোমবার চিনে পৌঁছেই চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ইশাক দার। পরের দিন অর্থাৎ মঙ্গলবার চিনে পৌঁছবেন আফগানিস্তানের কার্যকরী বিদেশমন্ত্রী। ওইদিন ত্রিপাক্ষিক বৈঠক হবে বেজিংয়ে। সুরক্ষাক্ষেত্রে তিন দেশের সহযোগিতা এবং ভারত-পাক সংঘাতের আবহে বাণিজ্য চালিয়ে যাওয়া নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, দিনকয়েক আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরকে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তালিবান বিদেশমন্ত্রী।

প্রসঙ্গত, গত ১০ মে বিকেলে ভারত-পাক সংঘর্ষবিরতির পরই ইসালামাবাদকে সমর্থন জানাতে পাক বিদেশমন্ত্রী ইশাক দারকে ফোন করেন চিনের ওয়াং ই। পাক বিদেশমন্ত্রক সূত্রে বিবৃতি দিয়ে জানানো হয়, 'পাকিস্তানের বরাবরের বন্ধু, পারস্পরিক সহযোগী দেশ চিন। এই পরিস্থিতিতে সেই বন্ধুত্বই অটুট রাখার বার্তা দিয়েছেন ওয়াং। সেইসঙ্গে পাকিস্তানের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে যে কোনও পদক্ষপের পাশে থাকার কথা বলেছেন চিনা বিদেশমন্ত্রী।' চিনা বিদেশমন্ত্রীর বার্তা, চ্যালেঞ্জ নিয়েও যেভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে শাহবাজ শরিফ প্রশাসন, তা প্রশংসনীয়। এবার সংঘর্ষবিরতির মধ্যে সেই 'বিশ্বস্ত বন্ধু'র কাছে আবার ছুটে যাচ্ছে পাকিস্তান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপারেশন সিঁদুরের পর আপাত সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিয়েছে ভারত-পাকিস্তান। সেই ফাঁকেই 'বন্ধু' চিনের দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ।
  • সুরক্ষাক্ষেত্রে তিন দেশের সহযোগিতা এবং ভারত-পাক সংঘাতের আবহে বাণিজ্য চালিয়ে যাওয়া নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
  • গত ১০ মে বিকেলে ভারত-পাক সংঘর্ষবিরতির পরই ইসালামাবাদকে সমর্থন জানাতে পাক বিদেশমন্ত্রী ইশাক দারকে ফোন করেন চিনের ওয়াং ই।
Advertisement