shono
Advertisement
Pakistan

'মিস্টার প্রাইম মিনিস্টার, ভারত...' শরিফের ঘুম ভাঙান পাক সেনাপ্রধান! ভয়াবহ রাতের কথা শোনালেন শরিফ

পাকিস্তান মেনে নিল অপারেশন সিঁদুরে তছনছ হয়ে গিয়েছিল বিমানঘাঁটিগুলি।
Published By: Biswadip DeyPosted: 09:21 AM May 17, 2025Updated: 09:30 AM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘড়ির কাঁটায় তখন রাত আড়াইটে। সেই গভীর রাতেই বেজে উঠেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ফোন। উলটো দিকে সেনাপ্রধান আসিম মুনির। শাহবাজকে সেই সময়ই তিনি জানান ভারতের অপারেশন সিঁদুরের কথা। জানিয়ে দেন, আক্রান্ত হয়েছে পাকিস্তানের বিমানঘাঁটিগুলি! শুক্রবার ইসলামাবাদে পাকিস্তান মনুমেন্টে এক অনুষ্ঠানে নিজেই সেই মুহূর্তটার বর্ণনা দিলেন শাহবাজ।

Advertisement

তাঁকে বলতে শোনা গিয়েছে, ''জেনারেল মুনির আমাকে ফোন করেন রাত আড়াইটেয়। জানিয়ে দেন স্ট্রাইকের বিষয়টি। অত্যন্ত উদ্বেগের একটা মুহূর্ত ছিল সেটা।'' বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সেই ভিডিও শেয়ার করেছেন এক্স হ্যান্ডলে।

অমিত লিখেছেন, 'পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজেই স্বীকার করলেন রাত আড়াইটের সময় জেনারেল আসিম মুনির তাঁকে ফোন করে খবর দিয়েছিলেন ভারত নুর খান বিমান ঘাঁটি ও আরও বহু জায়গায় হামলা চালিয়েছে। অর্থাৎ মাঝরাতে প্রধানমন্ত্রীকে ঘুম থেকে তুলে এই খবর দেওয়া হয়েছিল। যা অপারেশন সিঁদুরের গভীরতা, সাহসিকতারই পরিচয় দেন।'

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর গত ৬-৭ মে পাকিস্তানে জঙ্গিদের আঁতুড়ঘরে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। ২৩ মিনিটের এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। মৃত্যু হয় শতাধিক জঙ্গির। তবে সন্ত্রাসের বুকে আঘাত হানতেই সক্রিয় হয়ে ওঠে পাকিস্তান। পালটা হামলা চালানোর চেষ্টা হয় ভারতের উপর। যদিও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা রুখে দেওয়ার পাশাপাশি পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি-সহ অন্তত ১১টি সেনাঘাঁটিতে হামলা চালিয়ে বুঝিয়ে দেয় বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না। এরপরই পাকিস্তানের তরফে আসে সংঘর্ষবিরতির প্রস্তাব। ভারত সংঘর্ষবিরতিতে রাজি হলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাঝরাতে ফোন করে পাক প্রধানমন্ত্রীকে ভারতের অপারেশন সিঁদুরের কথা জানান পাক সেনাপ্রধান।
  • পাকিস্তান মনুমেন্টে এক অনুষ্ঠানে দাবি করলেন শাহবাজ শরিফ।
  • ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর গত ৬-৭ মে পাকিস্তানে জঙ্গিদের আঁতুড়ঘরে অপারেশন সিঁদুর শুরু করে ভারত।
Advertisement