shono
Advertisement
PM Narendra Modi

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে পৌঁছলেন মোদি, নজরে কোন কোন বিষয়?

এই নিয়ে চতুর্থবার ব্রাজিলে পা রাখলেন মোদি।
Published By: Subhodeep MullickPosted: 04:27 PM Jul 06, 2025Updated: 04:27 PM Jul 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার বিকেলে (স্থানীয় সময়) ব্রাজিলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রিও ডি জেনেরিও-র গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই রাজকীয় অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে।

Advertisement

এই নিয়ে চতুর্থবার লাতিন আমেরিকার এই দেশটিতে পা রাখলেন মোদি। ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি রাজধানী ব্রাসিলিয়াতেও যাবেন বলে জানা গিয়েছে। ব্রাজিলে পৌঁছে মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “ব্রিকস সম্মেলনে যোগ দিতে আমি রিও ডি জেনেরিওতে পৌঁছে গিয়েছি। পাশাপাশি, প্রেসিডেন্ট লুইজ ইনসিও লুলা দা সিলভার আমন্ত্রণে আমি রাজধানী ব্রাসিলিয়াতেও যাব।” ব্রাজিল পৌঁছতেই মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সেদেশে বসবাসকারী ভারতীয়রাও।

৬ এবং ৭ জুলাই ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস সম্মেলন। তবে এবার সম্মেলনে যোগ দিতে পারবেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবছর ব্রিকসের আলোচনায় সন্ত্রাসবাদ নিয়ে সরব হতে পারেন মোদি। তাছাড়া পহেলগাঁও কাণ্ড এবং ভারতের অপারেশন সিঁদুর নিয়েও আলোচনা হতে পারে ব্রিকসের বিভিন্ন রাষ্ট্রনেতাদের মধ্যে। এর পাশাপাশি কথা হতে পারে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়েও। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্টের খামখেয়ালি শুল্কনীতির কড়া প্রতিক্রিয়া জানাতে পারেন ব্রিকসের নেতারা। ট্রাম্পের শুল্কনীতি বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়েও হতে পারে বিস্তারিত আলোচনা।

উল্লেখ্য, ভারত, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়াকে নিয়ে তৈরি হয়েছে ব্রিকস গোষ্ঠী। প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে কোনও না কোনও সদস্য দেশ ব্রিকস সম্মেলনের আয়োজন করে। গত বছরের অক্টোবর মাসে এই সম্মেলনের আসর বসেছিল রাশিরার কাজানে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, নিরাপত্তা ও বিশ্বশান্তি নিয়ে প্রত্যেক বছর আলোচনা হয় ব্রিকস সম্মেলনে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার বিকেলে (স্থানীয় সময়) ব্রাজিলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • রিও ডি জেনেরিও-র গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই রাজকীয় অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে।
Advertisement