shono
Advertisement
PM Modi

সন্ত্রাসবাদী পাকিস্তানকে ঋণ! জি-৭ বৈঠকে নাম না করে IMF, ADB-কে তুলোধোনা মোদির

'দু'মুখো নীতি বন্ধ করতে হবে', স্পষ্ট বার্তা মোদির।
Published By: Amit Kumar DasPosted: 02:50 PM Jun 18, 2025Updated: 03:08 PM Jun 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-৭ বৈঠকে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পাকিস্তানকে ঋণ মঞ্জুর করায় নাম না করে IMF, ADB-কে তুলোধোনা মোদির। স্পষ্ট ভাষায় জানালেন, একদিকে মুখে সন্ত্রাসবাদের বিরোধিতা ও অন্যদিকে সন্ত্রাসে মদতদাতাকে পুরস্কৃত করা, এই দু'মুখো নীতি ঠিক নয়। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি বিশ্বের সামনে তুলে ধরেন দেশের প্রধানমন্ত্রী।

Advertisement

মঙ্গলবার জি-৭ বৈঠকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্যে উঠে আসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, বাণিজ্য ও সার্বিক উন্নয়নের কথা। তিনি বলেন, "বিশ্ব শান্তি ও উন্নতির লক্ষ্যে আমাদের পরিকল্পনা ও নীতি স্পষ্ট হওয়া উচিত। যদি কোনও দেশ সন্ত্রাসবাদকে সমর্থন করে সেক্ষেত্রে সন্ত্রাসের সমর্থককে তার মূল্য চোকাতে হবে।" পাশাপাশি মোদি বলেন, "আন্তর্জাতিক সংগঠনগুলির দ্বিমুখী নীতি থাকা উচিত নয়। একদিকে, আমরা আমাদের পছন্দ অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপ করব। অন্যদিকে যে দেশ প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সমর্থন করছে তাকে পুরস্কৃত করব, এটা ঠিক নয়। এই দু'মুখো নীতি বন্ধ করতে হবে।''

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। এর জবাবে পাকিস্তানে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি। এদিকে যে পাকিস্তান সন্ত্রাসে লাগাতার মদত যুগিয়ে চলেছে ভারতের আপত্তি সত্ত্বেও তাদের সহায় হয় একাধিক আন্তর্জাতিক সংগঠন। দুই দেশের সংঘাতের মাঝেই পাকিস্তানকে ৮৫০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছিল আন্তর্জাতিক আর্থিক তহবিল বা আইএমএফ। শুধু তাই নয়, পাকিস্তানকে সাহায্য করতে এগিয়ে আসে আরও এক আন্তর্জাতিক সংগঠন এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক (ADB)। ভারতের আপত্তি উড়িয়ে পাকিস্তানকে ৮০ কোটি ডলার বা ৬ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ হয় ভারত। মনে করা হচ্ছে, জি-৭ বৈঠকে সেই ইস্যুতেই নাম না করে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুধু তাই নয়, নিজের বক্তব্যে 'গ্লোবাল সাউথ'-এর নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই অঞ্চলে বিশ্বনেতাদের মনোযোগ দেওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী। বলেন, ''ভারত 'গ্লোবাল সাউথ'-এর কণ্ঠ আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাকে নিজেদের দায়িত্ব বলে মনে করে।'' পাশাপাশি, এই মঞ্চে কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই-এর ভালো ও মন্দ দিকের বিষয়টিও তুলে ধরেন। যেখানে উঠে আসে এআই-এর মাধ্যমে ডিপ ফেক ছবি ও ভিডিওর কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জি-৭ বৈঠকে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
  • মোদি বলেন, 'মুখে সন্ত্রাস বিরোধিতা ও অন্যদিকে সন্ত্রাসে মদতদাতাকে পুরস্কৃত করা ঠিক নয়।'
  • সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি বিশ্বের সামনে তুলে ধরেন দেশের প্রধানমন্ত্রী।
Advertisement