shono
Advertisement

একাকীত্বের সাক্ষী বিশ্ব, ক্যামেরার সামনে ইস্টারের প্রার্থনা সারলেন পোপ ফ্রান্সিস

লাইভ স্ট্রিমিংয়ে দেখল বিশ্ববাসী। The post একাকীত্বের সাক্ষী বিশ্ব, ক্যামেরার সামনে ইস্টারের প্রার্থনা সারলেন পোপ ফ্রান্সিস appeared first on Sangbad Pratidin.
Posted: 04:10 PM Apr 12, 2020Updated: 05:31 PM Apr 12, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা কাঁটায় সন্ত্রস্ত গোটা বিশ্ব। আর সেই ভাইরাস ক্রমশ বদলে দিচ্ছে সমাজের কাঠামো। দিন দিন আরও একা হয়ে যাচ্ছে বিশ্ববাসী। সেই একাকীত্বের আরও এক হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী থাকল গোটা বিশ্ব। পবিত্র ইস্টারে ভ্যাটিকান সিটিতে একা প্রাথর্না সারলেন পোপ ফ্রান্সিস। জানালেন, “নিজেকে যেন খাঁচাবন্দী মনে হচ্ছে।” 

Advertisement

রবিবার পোপ ফ্রান্সিসের করুণ প্রার্থনার একমাত্র দর্শক ছিল লাইব্রেরিতে রাখা ক্যামেরা। গোটা খ্রিষ্টান সম্প্রদায়ের কাছে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে পৌঁছে গেল সেই প্রার্থনা। অথচ গত বছর এই পবিত্র প্রার্থনার সাক্ষী থাকতে ছোট্ট শহর ভ্যাটিকানে হাজির হয়েছিলেন অন্তত ৭০ হাজার মানুষ। জন সমাগমে গমগম করে উঠেছিল ক্যাথলিক ধর্মালম্বীদের পবিত্র শহর ভ্যাটিকান সিটি। কিন্তু ২০২০ সালের শুরু থেকেই ছবিটা বদলাতে শুরু করে। মার্চ মাস থেকে কার্যত মৃত্যুপুরী হয়ে ওঠে ইটালি। সেই মৃত্যু মিছিল এখন কিছুটা স্তিমিত হলেও একেবারে স্তব্ধ হয়নি। এদিকে চার দেওয়াল গন্ডির মধ্যে ইস্টার পালন করেছেন ক্যাথলিকরা। পানামাতে হেলিকপ্টার থেকে ইস্টার প্রার্থনা করেছেন সেখানকার পােপ। আবার সপ্তাহভর স্পেনের বাড়িতে বাড়িতে বেজেছে ধর্মীয় সংগীত। বাড়ির বারান্দায় বসে ইস্টারের প্রার্থনা করেছেন সেখানকার বাসিন্দারা।

[আরও পড়ুন : কথা রাখলেন মোদি, ভারত থেকে আমেরিকায় পৌঁছল হাইড্রক্সিক্লোরোকুইন ভরতি বিমান]

করোনা সংক্রমণে বিশ্বজুড়ে ভয়াবহ পরিস্থিতি। বন্ধ সমস্ত মন্দির-মসজিদ-গির্জার দরজা। চার দেওয়াল মধ্যেই চলছে ইষ্টদেবতার আরাধনা। ছোঁয়াচ বাঁচাতে একে অপরের থেকে কয়েক হাত দূরেই থাকছেন সকলে। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে একা কার্যত বন্দী হয়ে রয়েছেন পোপ। গোটা শহর পাহারা দিচ্ছেন মাস্কে মুখ ঢাকা কয়েকজন প্রহরী। মহামারি শুরুর পর থেকেই ভ্যাটিকানে পোপ ফ্রান্সিস রোজ একা হাত নাড়ছিলেন ফাঁকা প্রান্তরের দিকে তাকিয়ে। আরও মৃত্যু-খবর পেয়ে বেরিয়ে এসেছিলেন বিশ্বের বৃহত্তম গির্জা ব্যাসিলিকা ডি সান পিয়েত্রো বা সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে। একা প্রার্থনা করেন মানবজাতির জন্যে৷ সেই প্রার্থনা ও ভাষণ Urbi et Orbi ক্রিসমাস বা পোপ নিযুক্ত হওয়ার পরেই সাধারণত দেওয়া হয়, লক্ষ লোকের সামনে। কিন্তু পোপকে একা সেই ভাষণ দিতে দেখা গিয়েছিল ঝিরিঝিরি বৃষ্টি মাথায়। বলেছিলেন, “আমরা সবাই এক নৌকায় এখন। আমাদের সবাইকে এক হয়ে লড়তে হবে।” এবার পবিত্র ইস্টারেও তাঁকে ক্যামেরার সামনে একা দাঁড়িয়ে বক্তব্য রাখতে দেখা গেল। আর এই দৃশ্য আরও একবার বুঝিয়ে দিয়ে গেল, মানুষ কতটা একা, কতটা অসহায়! 

[আরও পড়ুন : মৃতের সংখ্যা ছাড়াল ২০ হাজার, ইটালিকেও ছাপিয়ে গেল আমেরিকা]

The post একাকীত্বের সাক্ষী বিশ্ব, ক্যামেরার সামনে ইস্টারের প্রার্থনা সারলেন পোপ ফ্রান্সিস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement