shono
Advertisement
Pope Leo XIV

ভারত-পাক সংঘর্ষবিরতিকে স্বাগত, অপারেশন সিঁদুরের পর শান্তিবার্তা নবনির্বাচিত পোপের

যুদ্ধের এড়িয়ে কূটনৈতিক পথে সমস্যা সমাধানের আবেদন পোপের।
Published By: Amit Kumar DasPosted: 08:29 PM May 11, 2025Updated: 09:27 PM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ। ভারত ও পাকিস্তান দুই দেশ আগামী দিনে স্থায়ী শান্তির পথে হাঁটবে বলে বার্তার দিলেন পোপ। পাশাপাশি বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির কাছে আবেদন জানালেন, যুদ্ধের পথে না হেঁটে কূটনৈতিক পথে সমস্যা সমাধানের।

Advertisement

পোপ নির্বাচিত হওয়ার পর প্রথম রবিবার সেন্ট পিটার্স স্কোয়ারে ভাষণ দেন লিও চতুর্দশ। সেখানেই ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়ে লিও বলেন, ''ভারত ও পাকিস্তান দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে হয়েছে শুনে খুশি হয়েছি। এটা অত্যন্ত সদর্থক পদক্ষেপ। আশা করব আলোচনার মাধ্যমে তারা তাদের আঞ্চলিক সমস্যার স্থায়ী সমাধান খুঁজে নেবে।" একইসঙ্গে বিশ্বশান্তির বার্তা দিয়ে নবনির্বাচিত পোপ জানান, "এটা যুদ্ধের সময় নয়। বিশ্বের সব শক্তিশালী দেশের উচিত শান্তির লক্ষ্যে কাজ করা। যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক পথে সমস্যার সমাধান সম্ভব। সেই পথে হেঁটেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা উচিত আমাদের।"

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতে চলা জঙ্গি হামলায় মৃত্যু হিয়েছিল ২৬ জনের। এই হামলায় প্রত্যক্ষ মদত ছিল পাকিস্তানের। হামলার দায়ও নেয় লস্কর ই তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই অবস্থায় পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের আঁতুড় ঘরে হামলা চালায় ভারত। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গিদের হেড কোয়ার্টার গুড়িয়ে দেওয়া হয়। সেনা ও আইএসআই লালন করছিল এই সন্ত্রাসের কারখানা। সেই ঘটনার পর পাকিস্তানের হামলা ও পালটা হামলার পর বর্তমানে যুদ্ধবিরতি চলছে দুই দেশের মধ্যে। আগামিকাল দুপুর ১২টায় পাকিস্তানের সঙ্গে এই ইস্যুতে বৈঠক হওয়ার কথা ভারতের। এরইমাঝে যুদ্ধবিরতিকে সাধুবাদ জানিয়ে বিশ্বশান্তির বার্তা দিলেন নবনির্বাচিত পোপ।

উল্লেখ্য, পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসাবে পোপ লিও চতুর্দশকে সম্প্রতি বেছে নিয়েছেন বিভিন্ন দেশের কার্ডিনালরা। ভ‌্যাটিকানের ক‌্যাথলিক চার্চের ইতিহাসে এই প্রথম কোনও মার্কিন নাগরিক পোপের পদে অধিষ্ঠিত হয়েছেন। প্রয়াত পোপ ফ্রান্সিসের স্নেহের পাত্রও ছিলেন নতুন পোপ। পোপ নির্বাচিত হওয়ার আগে তাঁর নাম ছিল কার্ডিনাল রবার্ট প্রিভস্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ।
  • ভারত ও পাকিস্তান দুই দেশ আগামী দিনে স্থায়ী শান্তির পথে হাঁটবে বলে বার্তার দিলেন পোপ।
  • শ্বের শক্তিধর রাষ্ট্রগুলির কাছে আবেদন জানালেন, যুদ্ধের পথে না হেঁটে কূটনৈতিক পথে সমস্যা সমাধানের।
Advertisement