সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের উপর পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের নারকীয় হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন ব্রিটেনের প্রবাসী ভারতীয়রা৷ অভিযোগ, হঠাৎই তাঁদের উপর চড়াও হয় খলিস্তানপন্থী সংগঠনের একদল দুষ্কৃতী৷ বেধড়ক মারধর করা হয় প্রবাসী ভারতীয়দের৷ বেশ কয়েকজনের আঘাত গুরুতর৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে৷ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷ পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মদতেই প্রবাসী ভারতীয়দের উপর খলিস্তানিরা এই আক্রমণ চালিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর৷
[বিকিনি পরে সমুদ্র স্নান, ইনস্টাগ্রামের জন্য ছবি তুলতে গিয়ে তলিয়ে গেলেন ২ যুবতী ]
গত ১৪ ফ্রেবুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলা চালায় এক জঙ্গি৷ এই নাশকতার দায় স্বীকার করে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ৷ এরপর থেকে কার্যত তলানিতে এসেছে ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক৷ ইতিমধ্যে আন্তর্জাতিক মহলের সামনে ইসলামাবাদের মুখোশ খুলে দিয়েছে নয়াদিল্লি৷ আন্তর্জাতিক চাপের কাছে অবশেষে নতিস্বীকার করেছে পাকিস্তান৷ দেশবাসীর মতোই পুলওয়ামার ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়রাও৷ শনিবারও লন্ডনের ভারতীয় দূতাবাসের সামনে পাকিস্তান বিরোধী বিক্ষোভে সামিল হন ব্রিটেনের প্রবাসী ভারতীয়রা৷ তাঁদের মুখে ছিল পাকিস্তান বিরোধী স্লোগান৷ হাতের প্ল্যাকার্ডেও লেখা ছিল অ্যান্টি-পাকিস্তান বক্তব্য৷ অভিযোগ, সেই শান্তিপূর্ণ বিক্ষোভে হঠাৎ হানা দেয় একদল খলিস্তানপন্থী দুষ্কৃতী৷ তারা মারধর করতে থাকে প্রবাসী ভারতীয়দের৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীদের কয়েকজন ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল৷ কেউ কেউ আবার ‘আল্লাহ-হু-আকবর’ বলে চিৎকার করছিল৷
[ধর্ম নিয়ে এ কী বক্তব্য আইসল্যান্ডের আইনসভার! শুরু বিতর্ক]
জানা গিয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় দূতাবাসের সামনে উত্তেজনা তৈরি হয়৷ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় স্থানীয় পুলিশ৷ পরিস্থিতি সামাল দেন তাঁরা৷ গ্রেপ্তার করা হয় একজনকে৷ সূত্রের খবর, দুষ্কৃতীদের তাণ্ডবে গুরুতর চোট পেয়েছেন বেশ কয়েকজন প্রবাসী ভারতীয়৷ খলিস্তানপন্থীদের হামলা চালাতে মদত জুগিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই৷ এমনই জানা গিয়েছে গোয়েন্দা সূত্রে৷
The post খলিস্তানপন্থীদের হামলার শিকার প্রবাসী ভারতীয়রা, লন্ডনে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.