shono
Advertisement
America

শান্তির বার্তা দিতে আমেরিকার পথে হাঁটছেন ১৯ বৌদ্ধ ভিক্ষু, সঙ্গী কলকাতার পথকুুকুর অলকা

সমাজমাধ্যমে ভাইরাল কলকাতার পথকুকুরের ছবি ও ভিডিও।
Published By: Kishore GhoshPosted: 11:09 PM Jan 04, 2026Updated: 03:09 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে অশান্তির শেষ নেই। সে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হোক কিংবা ইজরায়েলের গাজা দখলের চেষ্টা, বাংলাদেশে অশান্তি হোক কিংবা ভেনেজুয়েলায় ঢুকে সে দেশের প্রেসিডেন্টকে আমেরিকার অপহরণ। এমন অস্থিরতার বিপরীতে শান্তির বার্তা দিতে টেক্সাস থেকে ওয়াশিংটনের দিকে হেঁটে চলেছেন ১৯ জন বৌদ্ধ ভিক্ষু। ২,৩০০ মাইল হাঁটবেন তাঁরা। সঙ্গী কলকাতার এক 'পথকুকুর'। সেও সন্ন্যাসীদের মতোই অদম্য। হেঁটে চলেছে মাইলের পর মাইল। ক্লান্ত হলে বিশ্রাম নিচ্ছে। ব্যাপারটা কী? কলকাতার পথ কুকুর কীভাবে পৌঁছে গেল সুদূর আমেরিকায়?

Advertisement

বৌদ্ধ ভিক্ষুদের শান্তি মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই সূত্রে গোটা বিশ্বের চোখে পড়েছে কুকুরটিকে। নাম অলকা। অন্য পথকুকুরদের মতোই কলকাতার রাস্তায় অবহেলায় জন্ম সারমেয়টির। ফেলে দেওয়া এঁটো-কাঁটা খেয়েই জীবন চলছিল। হয়তো এভাবেই কেটেও যেত বাকি আয়ু। কিন্তু ভারতে ঘুরতে আসেন বৌদ্ধ ভিক্ষুদের একটি দল। বুদ্ধগয়া, সারনাথের মতো স্থান দর্শনের মাঝে কলকাতায় আসেন তাঁরা। তখন অলকা নিজেই সঙ্গী হন ভিন্ন ধরনের পোশাক পরা ওই ভিক্ষুদের।

সেই সময় অবশ্য নাম ছিল না কুকুরটির। ভিক্ষুকেরাই তার নাম দেয় অলকা। পালি ভাষায় যার অর্থ আলো। ভিক্ষুরা তাকে সঙ্গে নিয়েই ভারতভ্রমণ করেন। এমনকী কলকাতার পথকুকুরকে সঙ্গী করে আমেরিকায় পাড়ি দেন তাঁরা। এর জন্য নিয়মকানুন মানতে গিয়ে এক মাস দেরি হয়ে যায়। তবুও কুকুরটিকে ছেড়ে যেতে চাননি সন্ন্যাসীরা। ভিক্ষুকদের কথায়, ‘‘অলকার কপালের মাঝে যে সাদা রঙের চিহ্ন রয়েছে, তা শান্তির বার্তা বহন করে।’’ ঠান্ডা, গরম— প্রতিকূল পরিবেশ ডিঙিয়ে শান্তির বার্তা দিতেই তো আমেরিকার পথে পথে হেঁটে চলেছে অলাকা। যার পথপ্রদশর্ক গেরুয়া বসনধারী ১৯ জন বৌদ্ধ ভিক্ষু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৌদ্ধ ভিক্ষুদের শান্তি মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
  • ভিক্ষুকেরাই তার নাম দেয় অলকা।
  • ভারতেও ঘুরতে আসেন বৌদ্ধ ভিক্ষুদের একটি দল।
Advertisement