shono
Advertisement
Russia Attacks Ukraine

আবহাওয়াই হাতিয়ার রাশিয়ার! কিয়েভে মিসাইল-ড্রোন হানায় নিহত ৩, পুতিনের চাপে কাঁপছে ন্যাটো

হামলায় অজানা ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলে ইউক্রেনের দাবি।
Published By: Anustup Roy BarmanPosted: 03:10 PM Jan 09, 2026Updated: 03:45 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাত থেকে ফের ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া (Russia Attacks Ukraine)। জানা গিয়েছে, ড্রোন এবং মিসাইল নিয়ে কিয়েভে হামলা করেছে পুতিনের বাহিনী। এই ঘটনায় ৩জন নিহত হয়েছে এবং ১৬ জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

Advertisement

শুক্রবার ইউক্রেন সরকার জানিয়েছে, দেশের পশ্চিমে লাভিভ শহরে গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় আক্রমণ করেছে রাশিয়া। হামলায় অজানা ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলে ইউক্রেনের দাবি। ইউক্রেন বিমান বাহিনীর পশ্চিম কমান্ড জানিয়েছে ১৩ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে আঘাত হানে এই মিসাইল। রকেটটি পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে।

এই আক্রমণে কিয়েভের বেশ কিছু জেলা ক্ষতিগ্রস্থ হয়েছে। কিয়েভ শহরের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা তৈমুর কাচেঙ্কো এই খবর জানিয়েছেন। ডেসনিয়ান্সকি জেলার একটি বহুতলের ছাদে আঘাত করে একটি ড্রোন। পাশাপাশি, একই জেলার অন্য দুটি আবাসনও এই আক্রমনে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে।

কিয়েভের মেয়র জানিয়েছেন, রাজধানীর বেশ কিছু অংশে জল এবং বিদ্যুৎ-এর সরবরাহ ক্ষতিগ্রস্থ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশবাসীকে সতর্ক করে বলেন, রাশিয়া বড় মাত্রার আক্রমণ প্রকল্পনা করছে। এরপরেই এই আক্রমণের ঘটনা ঘটে। জেলেনস্কি বলেন, রাজধানী এলাকায় আবহাওয়ার খারাপ হওয়ার সুযোগ নেবার চেষ্টা করবে রাশিয়া।

বছরের শুরুতে, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এক বিবৃতিতে দাবি করেছিলেন, মস্কোর পশ্চিমে নভগরদ এলাকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাড়ি নিশানা করে অন্তত ৯১টি দূরপাল্লার ড্রোন ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। যার সব ক'টিকেই গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেন লাভরভ। এই ঘটনার পর থেকেই রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তির ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনার কথা শুনে ক্ষুব্ধ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, পুতিনের কাছ থেকেই তিনি ঘটনার কথা শুনেছেন। এর পরেই কিছুটা অসন্তোষের সুরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমি এটা একদমই পছন্দ করছি না। মোটেও ঠিক হয়নি। আমি খুবই রেগে গিয়েছিলাম।" উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া।
  • ড্রোন এবং মিসাইল নিয়ে কিয়েভে হামলা করেছে পুতিনের বাহিনী।
  • ১৬ জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
Advertisement