সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূ-রাজনীতির ট্রাপিজের খেলায় কে, কখন, কার সঙ্গী তা আগে থেকে ঠাহর করা যায় না। কিছুদিন আগেই রুশ তেল কেনায় ভারতের উপর শুল্কবোমা ফাটিয়েছেন ট্রাম্প। তারপরেই চিনের তিয়ানজিনে একফ্রেমে চিন-ভারত-রাশিয়ার ছবি অস্বস্তিতে ফেলেছে মার্কিন প্রেসিডেন্টকে। বেশ কিছু ক্ষেত্রে সুর নরম করেছেন তিনি। এবার ফের আমেরিকায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। নিউ ইয়র্কে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি।
রুশ তেল কেনায় ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ উচ্চ শুল্ক আরোপের পর প্রথমবার বিদেশমন্ত্রী এস জয়শংকর বৈঠক করবেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে। সোমবার মার্কিন সময় সকাল ১১ টা, অর্থাৎ ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে নিউ ইয়র্কে দেখা হবে দুই নেতার। এবছর জয়শংকর এবং রুবিওর মধ্যে এটা তৃতীয় মুখোমুখি বৈঠক। জানুয়ারিতে, কোয়াডের বিদেশমন্ত্রীদের বৈঠক চলাকালীন রুবিওর সঙ্গে ওয়াশিংটনে দেখা করেন তিনি। পরের জুলাই মাসে ফের বৈঠক হয় দুই নেতার মধ্যে। এই বৈঠকও হয় কোয়াড বৈঠকের সময়।
রবিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন জয়শংকর। তাঁর কর্মসূচীর শুরুতেই রয়েছে ফিলিপিন্সের বিদেশমন্ত্রী থেরেসা পি লাজারোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। জয়শংকর তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমরা প্রেসিডেন্ট বংবং মার্কোসের সাম্প্রতিক ভারত সফরের পর আবার আলোচনা করেছি। রাষ্ট্রসংঘ এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের সহযোগিতা নিয়েও আলোচনা করেছি।"
জয়শংকর এবং রুবিও-র এই বৈঠকটি আরও অনেক কারণে গুরুত্বপূর্ণ। এরমধ্যে অন্যতম হল দুই দেশের শুল্ক আলোচনা। ওয়াশিংটনে চলছে ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা। সেই আলোচনায় দেশের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিয়ানজিনে ভারত-চিন-রাশিয়া বন্ধুত্বের ছবি দেখেই সুর বদলেছে ট্রাম্পের। মাঝে বন্ধ হয়ে গেলেও, ফের শুরু হয় দুই দেশের শুল্ক আলোচনা। জানা গিয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিরের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে গোয়েলের।
পাঁচ দফা পেরিয়ে এবার ষষ্ঠ দফার বৈঠক চলছে দুই দেশের মধ্যে। এর মাঝেই দুই বিদেশমন্ত্রীর বৈঠক উত্তেজনার পারদ চড়িয়েছে রাজনৈতিক শিবিরে। যদিও ঠিক কী বিষয়ে আলচনা করবেন দুই নেতা তা এখনও জানানো হয়নি। কিন্তু H1B ভিসার নিয়মে পরিবর্তনের একদিন পরেই এই বৈঠক যে সব অর্থেই ভারতের জন্য গুরুত্বপূর্ণ তাতে সন্দেহ নেই বিশেষজ্ঞদের।
