সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাপক গণ আন্দোলনের পর পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার পর কেটে গিয়েছে ৫ দিন। হাসিনার পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে নানা জল্পনা চলছে বিভিন্ন মহলে। এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এবার তিনি দাবি করলেন, হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এই মুহূর্তে আমেরিকার ওয়াশিংটনে রয়েছেন জয়। হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন তিনি। একের পর এক ভিডিও বার্তাও দিচ্ছেন। শনিবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনাপুত্র জয় দাবি করেন, "আমার মা আনুষ্ঠানিকভাবে কখনও পদত্যাগ করেননি। তিনি সেই সময়ই পাননি। মা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করেছিল। তাই আর বেশি সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। ফলে সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।" ফলে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অসাংবিধানিক বলেও দাবি করেছেন জয়।
গত ৫ আগস্ট, সোমবার দুপুরে হাসিনার পদত্যাগের কথা জানান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। জানা যায়, মাত্র ৪৫ মিনিটের মধ্যে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন মুজিবকন্যা। আর ৫ দিন পর সেই পদত্যাগ নিয়েই মন্তব্য করলেন জয়। ৮ আগস্ট ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ১৫ উপদেষ্টার এই সরকারের অধীনে সাধারণ নির্বাচনের হওয়ার কথা। সেই নির্বাচনের সময়ই দেশে ফিরবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। এমনটাই জানিয়েছেন জয়।
এছাড়া গতকাল জয় জানান, “এই মুহূর্তে আমাদের দল এবং কর্মীরা সংকটে রয়েছেন। তাঁদের হিংসার হাত থেকে বাঁচাতে যা যা করার দরকার, তা আমি করব। যদি রাজনীতিতে নামা প্রয়োজন পড়ে আমি পিছিয়ে আসব না। আমার রাজনীতিতে আসার তেমন কোনও ইচ্ছে ছিল না। আমেরিকাতেই পাকাপাকিভাবে থাকতে চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাকে ভাবাচ্ছে। দেখে মনে হচ্ছে, দেশের নেতৃত্বে শূন্যস্থান তৈরি হয়েছে। দলের স্বার্থে আমি সক্রিয় রাজনীতির জন্য পুরোপুরি প্রস্তুত। দল ও বাংলাদেশের জনগণকে বাঁচাতেই হবে। আমি সামনে এগিয়ে যাব।” দল আওয়ামি লিগ ও বাংলাদেশের জনগণকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।