সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসের (White House Shooting) সামনে বন্দুকবাজের হামলা! চলল এলোপথাড়ি গুলি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে (ভারতীয় সময়)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই ন্যাশনাল গার্ড। সংকটজনক অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরই ফুঁসে উঠেছেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কড়া প্রতিক্রিয়া দিয়ে তিনি জানিয়েছেন, হামলাকারীকে এর মূল্য চোকাতে হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, এদিন হোয়াইট হাউসের উত্তর-পশ্চিমে মাত্র দু’টি ব্লক দূরে ন্যাশনাল গার্ডদের লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে এক অজ্ঞাতপরিচয় যুবক। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দুই গার্ড। পালটা গুলি চালায় বাহিনীও। তাতেই আহত হন তিনি। তারপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম রহমানউল্লাহ লাকনওয়াল। তিনি আফগানিস্তানের নাগরিক। জানা যাচ্ছে, চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার বলেন, "এটি একটি পরিকল্পিত হালমা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।" এফবিআই-এর ডিরেক্টার কাশ প্যাটেল জানিয়েছেন, ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুই ন্য়াশনাল গার্ড। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, আহত দু'জন ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ন্যাশনাল গার্ডের সদস্য। ঘটনার পরই ঘিরে ফেলা হয় গোটা এলাকা। আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মার্কিন প্রশাসনের নির্দেশে, এলাকায় নামানো হয়েছে আরও ন্যাশনাল গার্ড।
এই হামলার পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ট্রাম্প। নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশালে তিনি লেখেন, 'এই নির্মম ঘটনায় আমি স্তম্ভিত এবং মর্মাহত। যে পশু এক ঘটনা ঘটিয়েছে তাকে কড়া মূল্য চোকাতে হবে। এই হামলার জবাবে ন্যাশনাল গার্ডও পালটা গুলি চালিয়েছে। তাতেই গুরুতর আহত হয়েছে পশুটি। সে হাসপাতালে চিকিৎসাধীন।' মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁক এক্স হ্যান্ডলে লিখেছেন, 'এই নির্মম ঘটনার কড়া নিন্দা জানাই। আমাদের ন্যাশনাল গার্ড বিশ্বের সেরা। আমরা ভাগ্যবান যে তাদের পেয়েছি।' প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, আমেরিকায় হিংসার কোনও জায়গা নেই।
