সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মানবিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্তে বিশ্বজুড়ে স্বাস্থ্যসহ নানা খাতে বিপর্যয় দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাচ্ছে ইউএসএআইডি-র কার্যক্রম। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন সিদ্ধান্তে সহায়তার উপর নির্ভরশীল প্রকল্পগুলোতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছে রাষ্ট্রসংঘ। এই ব্যাপারে আগামী দিনে আশঙ্কার কথা শুনিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাসের মুখপাত্র স্টিফেন ডুজেরিক।
মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পরপরই একটি নির্বাহী আদেশের মাধ্যমে ৯০ দিনের জন্য প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্দেশ দেন। এই সিদ্ধান্তের কারণে নতুন তহবিল অনুমোদন বন্ধ থাকবে সেই সঙ্গে চলমান প্রকল্পগুলোর কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত থাকবে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাচ্ছে নবজাতকদের পুষ্টি ক্লিনিক-সহ 'ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইড'। এরই মধ্যে অত্যন্ত দরিদ্র দেশে তাদের পরিচালিত কয়েক ডজন শিশু পুষ্টি ক্লিনিক বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
গত শুক্রবার স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, নিরাপত্তা-সহ অন্যান্য খাতে সহায়তা দেওয়া প্রকল্পগুলো বন্ধ করতে বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোয় বার্তা পাঠায় দেশটির বিদেশ মন্ত্রক। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের কারণে বিভিন্ন খাতে মার্কিন সহায়তার উপর নির্ভরশীল প্রকল্পগুলোতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এছাড়া ম্যালেরিয়ার টিকা তৈরির একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ইউএসএআইডি ম্যালেরিয়া ভ্যাকসিন ডেভলপমেন্ট প্রোগ্রাম নামে পরিচালিত হচ্ছিল এই কার্যক্রম। বিশ্বের শীর্ষ দাতা দেশের পক্ষ থেকে এমন সহায়তা স্থগিতের ঘোষণা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ বিশ্বে অনেকের জীবন ঝুঁকিতে ফেলবে বলে সতর্ক করছেন বিভিন্ন সহায়তা প্রতিষ্ঠান। ৮৫ দিনের মধ্যে ট্রাম্পের আদেশ সম্পন্ন হবে বলে জানিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও।
