shono
Advertisement
US Tariffs On Canada

কানাডা-মেক্সিকো-চিনা পণ্যের উপর চড়া শুল্ক চাপালেন ট্রাম্প! কী হবে ভারতের?

কানাডা, মেক্সিকোও পালটা মার্কিন পণ্যের উপর কর চাপিয়েছে।
Published By: Paramita PaulPosted: 11:26 AM Feb 02, 2025Updated: 12:23 PM Feb 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমন কথা তেমন কাজ! দ্বিতীয়বার কুরসিতে বসেই বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সেই মতো কানাডা, মেক্সিকো এবং চিনের পণ্যের উপর চড়া শুল্ক চাপালেন তিনি। ইতিমধ্যে এক্সিকিউটিভ অর্ডারে সই করে দিয়েছেন ট্রাম্প। আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে নয়া শুল্কনীতি। এদিকে ট্রাম্পের এই পদক্ষেপের পর হাত গুটিয়ে বসে নেই কানাডা, মেক্সিকো। তারাও পালটা মার্কিন পণ্যের উপর কর চাপিয়েছে। যদিও আলোচনা এবং আন্তর্জাতিক ফোরামে নালিশের পথে হাঁটতে চলেছে বেজিং।

Advertisement

তিনটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে বলা হয়েছে, আমেরিকায় কানাডা এবং মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হল। তবে অটোয়া (কানাডার রাজধানী) থেকে আমদানি করা শক্তিসম্পদের (খনিজ তেল, স্বাভাবিক গ্যাস এবং বিদ্যুৎ) উপর ১০ শতাংশ কর আরোপ করা হয়েছে। চিন থেকে আমদানি করা সামগ্রী থেকেও ১০ শতাংশ নেবে ট্রাম্প প্রশাসন। নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে ট্রাম্প লিখেছেন, 'ইন্টারন্যাশনাল এমারজেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের মাধ্যমে এই কর আরোপ করা হল। কারণ, অবৈধ অনুপ্রবেশকারী এবং বিষাক্ত মাদক আমেরিকার নাগরিকদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।'

পালটা আমেরিকার পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টির ট্রুডো। আগামী ২১ দিনের মধ্যে এই নীতি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। একইপথে হাঁটছে মেক্সিকো। তবে চিন আলোচনায় বসে সমস্যা মেটাতে চায় বলে জানিয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে কলম্বিয়া থেকে আসা পণ্যের উপরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। কারণ, তারা তাদের দেশের শরণার্থীদের ফেরত নিতে চায়নি। 

মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপের পর নয়াদিল্লির কপালেও চিন্তার ভাঁজ গভীর হয়েছে। কারণ, আমেরিকায় আমদানি করা ভারতীয় পণ্যের উপর চড়া শুল্ক চাপানোর হুমকিও দিয়ে রেখেছেন 'বন্ধু' ট্রাম্প। তা কার্যকর হলে ভারতীয় বাণিজ্য যে মার খাবে, তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে সাউথ ব্লকের কূটনৈতিক দৌত্য কতটা কার্যকর হয়, সেদিকে নজর থাকবে সকলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দ্বিতীয়বার কুরসিতে বসেই বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • সেই মতো কানাডা, মেক্সিকো এবং চিনের পণ্যের উপর চড়া শুল্ক চাপালেন তিনি।
  • ইতিমধ্যে এক্সিকিউটিভ অর্ডারে সই করে দিয়েছেন ট্রাম্প।
Advertisement