সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাদানুবাদ দুই রাষ্ট্রনেতার। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump), অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Zelenskyy)। আর সেই তুমুল বচসার (Clash) ফলশ্রুতি হল না খনিজ চুক্তি। সংবাদ সংস্থা রয়টার্সকে এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস।
যদিও ট্রাম্প কোনও চুক্তির সম্ভাবনাকে এখনও উড়িয়ে দিচ্ছেন না। তবে তাঁর শর্ত হল ইউক্রেনকে গঠনমূলক কথাবার্তা চালাতে হবে। অন্যথায় খনিজ চুক্তি হওয়া সম্ভব নয়। এমনটাই দাবি মার্কিন আধিকারিকদের। তবে সেই সঙ্গেই তাঁরা জানাচ্ছেন, এবার বল ইউক্রেনের কোর্টে। যে যৌথ সাংবাদিক সম্মেলন বাতিল হয়েছে, তা জেলেনস্কি আমেরিকায় থাকাকালীন ফের করা যায় কিনা সেই সিদ্ধান্ত নিতে কিয়েভের রাষ্ট্রনেতাদের।
শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। সেই বৈঠকে একদিকে যেমন রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে কথা হয়েছে, তেমনই ইউক্রেন-আমেরিকার খনিজ চুক্তি নিয়েও আলোচনা হয়। ট্রাম্প জেলেনস্কিকে জানিয়েছেন, তিনি নিরপেক্ষ থেকে দুদেশের মধ্যে মধ্যস্থতা করতে চান। রাশিয়া বা ইউক্রেন কারও দিকেই তিনি ঝুঁকে নেই। তবে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হলে খানিকটা আপস করতে হবে ইউক্রেনকে। ট্রাম্পের বক্তব্য, ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তি ফেরানোর উদ্যোগে এগিয়ে আসতে হবে ন্যাটোকেও।
ক্রমে বাক্যালাপ গড়ায় উত্তপ্ত বাক্য বিনিময়ে। ট্রাম্পকে বলতে শোনা যায়, ''আপনার উচিত কৃতজ্ঞ থাকা। আমরা অনেক কিছুই দিয়েছি আপনাদের।'' এর জবাবে জেলেনস্কি অবাক হয়ে বলেন, যেখানে তাঁদের দেশে মানুষ মারা যাচ্ছেন, আগুনে জ্বলছে শহরগুলি, সেখানে আপসের কথা আসছে কোথা থেকে। জবাবে ট্রাম্প বলেন, ''কিন্তু আপনাদের তো এই মুহূর্তে কিছুই করার নেই।'' ইউক্রেনকে বাস্তববাদী হওয়ারও পরামর্শ দেন তিনি। শেষপর্যন্ত জেলেনস্কির সঙ্গে কথা কাটাকাটি হতে থাকে ট্রাম্পের। বর্ষীয়ান রিপাবলিকান নেতার স্পষ্ট দাবি, জেলেনস্কির জায়গায় তিনি থাকলে এমন পরিস্থিতি তৈরি হতেই দিতেন না।
এহেন পরিস্থিতিতে হোয়ইট হাউস থেকে বেরিয়ে আসেন জেলেনস্কি। আর তাতেই অস্তমিত হয় খনিজ চুক্তির সম্ভাবনা। ট্রাম্প জোরাল স্বরে হুঁশিয়ারি দিয়ে জেলেনস্কিকে বলেছেন, ''হয় চুক্তি করুন, অন্যথায় আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। আপনি বড় সমস্যায় রয়েছেন। এই যুদ্ধে আপনারা জিততে পারবেন না।'' ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেনের মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন বলেও তোপ দাগেন ক্রুদ্ধ ট্রাম্প। দেন একাই লড়ার হুঁশিয়ারি।