shono
Advertisement
Donald Trump

ইউক্রেন রাশিয়ার হয়ে যাবে! জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগেই বিস্ফোরক ট্রাম্প

যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে দায়ী করেছিলেন ট্রাম্প।
Published By: Anwesha AdhikaryPosted: 01:35 PM Feb 11, 2025Updated: 04:39 PM Feb 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন হয়তো একদিন রাশিয়ার হয়ে যাবে! বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে চলেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার আগেই ট্রাম্পের এহেন মন্তব্যে আলোড়ন পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে।

Advertisement

প্রায় তিনবছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে থাকলে এই যুদ্ধ হতই না। কিন্তু যুদ্ধের তিন বছর পূর্তির মাত্র কয়েকদিন আগে ইউক্রেন নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন ট্রাম্প। বিখ্যাত সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "ইউক্রেন হয়তো রাশিয়ার সঙ্গে কোনও সমঝোতা করতে পারে। আবার সেটা নাও হতে পারে। আবার এমনটাও হতে পারে, ইউক্রেন একদিন রাশিয়ার হয়ে গেল।" ট্রাম্পের এমন মন্তব্য ঘিরেই চলছে জোর চর্চা। ঠিক কী বলতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তার চুলচেরা বিশ্লেষণ করছে ওয়াকিবহাল মহল।

চলতি সপ্তাহেই জেলেনস্কির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বৈঠক হতে চলেছে। তার ঠিক আগেই এমন মন্তব্য করেছেন ট্রাম্প। উল্লেখ্য, দিনকয়েক আগেই যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে দায়ী করেছিলেন তিনি। ট্রাম্পের মতে, যুদ্ধ রুখতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করাই যেত। তিনি বলেন, “আমি খুব সহজেই এই চুক্তি করাতে পারতাম। যদিও জেলেনস্কি সিদ্ধান্ত নিয়েছিলেন ‘আমি লড়াই করব’।” ট্রাম্প মনে করেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পালটা হামলার সিদ্ধান্ত ভুল ছিল। তবে রাশিয়াকেও হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছিলেন, শীঘ্রই এই যুদ্ধের মীমাংসা না হলে মস্কোর উপর বড় শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা।

রাশিয়া-ইউক্রেন সমস্যার সমাধান করতে ইউক্রেনে বিশেষ দূত পাঠানোর কথাও ঘোষণা করেছিলেন ট্রাম্প। আগামী ২০ ফেব্রুয়ারি ইউক্রেনে পৌঁছবেন মার্কিন দূত কিথ কেলগ। যদিও ইউক্রেনের দাবি, আরও বেশি নিরাপত্তার আশ্বাস দিতে হবে ওয়াশিংটনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রায় তিনবছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে থাকলে এই যুদ্ধ হতই না।
  • চলতি সপ্তাহেই জেলেনস্কির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বৈঠক হতে চলেছে। তার ঠিক আগেই এমন মন্তব্য করেছেন ট্রাম্প।
  • রাশিয়া-ইউক্রেন সমস্যার সমাধান করতে ইউক্রেনে বিশেষ দূত পাঠানোর কথাও ঘোষণা করেছিলেন ট্রাম্প।
Advertisement