shono
Advertisement
UNSC Meet

কাশ্মীর ইস্যুতে ভারতকে কোণঠাসা করার চেষ্টা, ফের নিরাপত্তা পরিষদের বৈঠকে ব্যর্থ পাকিস্তান

পাকিস্তানের অনুরোধেই বৈঠকে বসেছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ।
Published By: Anwesha AdhikaryPosted: 09:01 AM May 06, 2025Updated: 01:26 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের অনুরোধে বৈঠকে বসেছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC Meet)। কিন্তু ইসলামাবাদের হাজারো বাক্যবাণ সত্ত্বেও নিস্ফলা হল বৈঠক। জানা গিয়েছে, সোমবার নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন। পহেলগাঁও হামলা (Pahalgam Terror Attack) থেকে নজর ঘোরাতে কাশ্মীর প্রসঙ্গ তোলেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ। কিন্তু শেষ পর্যন্ত বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

Advertisement

পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের হত্যার পরে তলানিতে পৌঁছছে ভারত-পাকিস্তানের সম্পর্ক। সিন্ধু জলচুক্তি স্থগিত, ভিসা বাতিল, আকাশসীমা বন্ধ করা, বাণিজ্য বন্ধের মতো একাধিক প্রত্যাঘাত করেছে নয়াদিল্লি। পালটা সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদও। এহেন পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে জরুরি অধিবেশনের আবেদন জানায় পাকিস্তান। সেই আর্জিতে সাড়া দিয়ে সোমবার গোপন রাতে বৈঠকে বসে ১৫টি দেশ। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে বর্তমানে রয়েছে পাকিস্তানও।

গ্রিসের সভাপতিত্বে নিরাপত্তা পরিষদের এই বৈঠক শুরুর আগেই অবশ্য নয়াদিল্লি আঁচ করতে পেরেছিল, সদস্যপদের অপব্যবহার করে পরিষদের নজর পহেলগাঁও থেকে ঘোরাতে চাইবে পাকিস্তান। তবে ইসলামাবাদের এই চালের পালটা দিতে তৈরি ছিল নয়াদিল্লিও। যদিও এই বৈঠকে ভার‍ত ছিল না কারণ বর্তমানে ভারত নিরাপত্তা পরিষদের সদস্য নয়। জানা গিয়েছে, বৈঠক চলাকালীন পাক প্রতিনিধি বলেন, সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া আসলে আগ্রাসী নীতিরই প্রতিফলন। এছাড়াও পাকিস্তানের দাবি, ভারত সামরিক তৎপরতা বাড়াচ্ছে এবং উসকানিমূলক মন্তব্য করছে। যদিও নয়াদিল্লির পালটা, এসব মন্তব্য করে নজর ঘোরানোর চেষ্টা করছে পাকিস্তান কারণ তারাই ভারতে নাশকতা চালানোর ক্ষেত্রে মদত দিচ্ছে।

তবে সোমবার ক্লোজড ডোর বৈঠক হলেও তাতে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। রাষ্ট্রসংঘের তরফে কোনও বিবৃতি মেলেনি, সরকারিভাবে বৈঠক নিয়ে কিছু জানানো হয়নি। পহেলগাঁও হামলা বা তার পরবর্তী পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদ কোনও পদক্ষেপ করেনি। ফলে পাকিস্তানের অনুরোধে বৈঠক হলেও, শেষ পর্যন্ত রাষ্ট্রসংঘের মঞ্চে সুবিধা করতে পারল না ইসলামাবাদ। নিস্ফলা হল বৈঠক। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের হত্যার পরে তলানিতে পৌঁছছে ভারত-পাকিস্তানের সম্পর্ক।
  • গ্রিসের সভাপতিত্বে নিরাপত্তা পরিষদের এই বৈঠক শুরুর আগেই অবশ্য নয়াদিল্লি আঁচ করতে পেরেছিল, সদস্যপদের অপব্যবহার করে পরিষদের নজর পহেলগাঁও থেকে ঘোরাতে চাইবে পাকিস্তান।
  • পাকিস্তানের অনুরোধে বৈঠক হলেও, শেষ পর্যন্ত রাষ্ট্রসংঘের মঞ্চে সুবিধা করতে পারল না ইসলামাবাদ।
Advertisement