সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের দেশেই জোর ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক মার্কিন আদালত জানিয়ে দিল, বিভিন্ন দেশের উপরে চাপানো তাঁর অধিকাংশ শুল্কই 'বেআইনি'। নিজের সোশাল মিডিয়া 'ট্রুথ সোশাল'-এ আদালতের এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। প্রসঙ্গত, এখনই অবশ্য তাঁর আরোপিত শুল্কে স্থগিতাদেশ দেয়নি আদালত।
তবে আরোপিত শুল্কের বিষয়ে অবস্থান স্পষ্ট করেও আপাতত মার্কিন প্রেসিডেন্টকে সময় দিচ্ছে আদালত। অক্টোবর পর্যন্ত এই শুল্কই বহাল থাকবে বলে জানানো হয়েছে এই নিয়ে এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।
ট্রাম্প লিখেছেন, 'সমস্ত শুল্কই এখনও কার্যকর রয়েছে। আজ এক আদালত ভ্রান্তিবশত জানিয়ে দিয়েছে আমাদের চাপানো শুল্কগুলি সরিয়ে নেওয়া উচিত। কিন্তু ওরা জানে শেষপর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই জয়ী হবে।' সেই সঙ্গেই তাঁর দাবি, 'যদি শুল্ক তুলে নেওয়া হয়, তাহলে সেটা আমাদের দেশের জন্য একটা বিপর্যয় ডেকে আনবে। এর ফলে আমরা আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়ব। আমাদের শক্তিশালী হতে হবে।'
প্রসঙ্গত, ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্তকে তুলোধোনা করেছেন আমেরিকার বিখ্যাত অর্থনীতিবিদ রিচার্ড উলফ। রাশিয়ার এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “রাষ্ট্রসংঘের নিরিখে, ভারতই এখন বিশ্বের বৃহত্তম দেশ। কিন্তু আমেরিকা এখন ভারতকে শেখাতে চাইছে কী করা উচিত। এ যেন ইঁদুর হয়ে হাতিকে ধাক্কা মারার মতো।” কিন্তু এমন সমালোচনাতেও কান দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। এবার আদালতেও মুখ পুড়ল তাঁর। কিন্তু তারপরও সোশাল মিডিয়ায় তাঁর সদর্প উচ্চারণ বুঝিয়ে দিল, পিছু হটতে চান না ট্রাম্প। অথচ ট্রাম্পের চোখরাঙানি উপেক্ষা করেই রুশ তেল কিনছে ভারত। রাশিয়া এবং চিনের সঙ্গে সম্পর্কও গভীর করছে নয়াদিল্লি। অর্থাৎ আগামী দিনে বিশ্বে কোণঠাসা হয়ে পড়বেন ট্রাম্প, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
