shono
Advertisement
Donald Trump

জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করার সিদ্ধান্ত অসাংবিধানিক, ট্রাম্পের নির্দেশে স্থগিতাদেশ আদালতের

মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীতে বলা হয়েছিল আমেরিকার মাটিতে জন্মালেই নাগরিকত্ব দেওয়া হবে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:02 AM Jan 24, 2025Updated: 09:14 AM Jan 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত করল আমেরিকার প্রাদেশিক আদালত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে পুরোপুরি অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন সিয়াটল আদালতের বিচারক। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব না পাওয়ার নির্দেশিকাও আপাতত স্থগিত করে দিয়েছেন তিনি। উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরেই ট্রাম্প আদেশ দিয়েছিলেন অভিবাসীদের সন্তানরা জন্মসূত্রে আর আমেরিকার নাগরিকত্ব পাবে না।

Advertisement

রিপাবলিকান নেতার এই আদেশনামা প্রকাশিত হওয়ার পরেই এহেন নির্দেশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ২২টি মার্কিন প্রদেশ। আদেশনামার কড়া বিরোধিতা করে মামলা দায়ের করেছে কলম্বিয়া, সান ফ্রান্সিসকোর মতো প্রদেশগুলি। ট্রাম্পের নির্দেশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বস্টন, সিয়াটল, ম্যাসাচুসেটস ও নিউ হ্যাম্পশায়ারের আদালতে। বৃহস্পতিবার এই মামলা নিয়ে শুনানি ছিল সিয়াটল আদালতে বিচারক জন কোহেনরের এজলাসে।

শুনানি শেষে বিচারক জানিয়ে দেন, ট্রাম্পের নির্দেশে সংবিধানের আদর্শ লঙ্ঘিত হয়েছে। উল্লেখ্য, মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীতে বলা হয়েছিল আমেরিকার মাটিতে জন্মালেই নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু সরাসরি এই সংশোধনীর বিরোধিতা করছেন ট্রাম্প, এমনটাই জানিয়েছেন সিয়াটল আদালতের বিচারক। যদিও পালটা সওয়াল করতে গিয়ে আমেরিকার বিচার বিভাগ জানিয়েছে, ট্রাম্পের নির্দেশে কোনও ক্ষতি হয়নি। নির্দিষ্ট একটি সময়সীমার পর থেকে কার্যকর হবে প্রেসিডেন্টের আদেশনামা। কিন্তু আপাতত প্রাদেশিক আদালতে ধাক্কা খেল ট্রাম্পের সিদ্ধান্ত। 

নির্বাচনী প্রচার থেকেই রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের নিশানায় ছিল অভিবাসীরা। এই মুহূর্তে আমেরিকার মাটিতে ১ কোটি ৪০ লক্ষ অভিবাসী। তাঁদের মধ্যে ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয়। কিন্তু ট্রাম্প সাফ জানিয়েছেন, নথিবিহীন অভিবাসীদের আমেরিকা থেকে বের করে দেওয়া হবে। শুধু তা-ই নয়, কর্মসূত্রে অভিবাসী যাঁদের সন্তানের জন্ম হয়েছে আমেরিকার মাটিতে, তাঁরাও আর পুরনো আইনের সুবিধায় মার্কিন নাগরিকত্ব পাবেন না। এছাড়া বাবা কিংবা মায়ের মধ্যে অন্তত একজনের গ্রিনকার্ড না থাকলে, সন্তান পাবে না জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রিপাবলিকান নেতার এই আদেশনামা প্রকাশিত হওয়ার পরেই এহেন নির্দেশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ২২টি মার্কিন প্রদেশ।
  • আমেরিকার বিচার বিভাগ জানিয়েছে, ট্রাম্পের নির্দেশে কোনও ক্ষতি হয়নি। নির্দিষ্ট একটি সময়সীমার পর থেকে কার্যকর হবে প্রেসিডেন্টের আদেশনামা।
  • এই মুহূর্তে আমেরিকার মাটিতে ১ কোটি ৪০ লক্ষ অভিবাসী। তাঁদের মধ্যে ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয়।
Advertisement