shono
Advertisement

অনাথ শিশুদের পেটপুরে খাইয়ে স্নাতক হওয়ার সাফল্য উদযাপন মার্কিন যুবতীর

লিয়েন কারাসকোর এই উদ্যোগ নেটদুনিয়ায় ব্যাপক প্রশংসিত৷ The post অনাথ শিশুদের পেটপুরে খাইয়ে স্নাতক হওয়ার সাফল্য উদযাপন মার্কিন যুবতীর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:53 PM Jun 06, 2019Updated: 04:53 PM Jun 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য স্নাতক হয়েছেন টেক্সাসের লিয়েন কারাসকো৷ বন্ধুরা সবাই জাঁকজমক সেলিব্রেশনে মেতেছে৷ লিয়েনও পার্টির আয়োজন করেছেন৷ পেটি পেটি পিৎজা আসছে৷ এ পর্যন্ত উদযাপনের আবহটা কমবেশি একই৷ কিন্তু লিয়েনের রাস্তা অন্য দিকে চলে যায় এরপরই৷ তাঁর আয়োজিত পার্টির অতিথি পথশিশুরা৷ তাদের পেট ভরছে পিৎজায়৷

Advertisement

[আরও পড়ুন: ‘দূষণ ও পরিচ্ছন্নতার বিন্দুমাত্র বোধ নেই ভারতের’, তোপ ট্রাম্পের]

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পার্টিতে ৯৫ কেজি পিৎজা আনিয়েছেন লিয়েন৷ হিউস্টনের স্টার অফ হোপ সেন্টার, যে স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য গৃহহীন শিশুরা একটা ছাদ পেয়েছে, সেখানে গিয়েই লিয়েন সকলকে খাইয়েছেন৷ তাঁর কথায়, ‘সবাই তো আমার মতো ভালো পরিবেশ পায় না৷ অনেক মানুষ আছে, যাদের সাহায্য দরকার৷ আমি সেটাই করার চেষ্টা করছি৷’ শুধু দামি পিৎজা খাওয়ানোই নয়৷ প্রত্যেক শিশুর জন্য একটি করে ব্যাগ দিয়েছেন লিয়েন, যার ভিতরে রয়েছে টুথব্রাশ, পেস্ট, হাত ধোয়ার সাবান, ডিও-র মতো নিত্যপ্রযোজনীয় পরিচ্ছন্ন থাকার সামগ্রী৷ লিয়েনের এই উদ্যোগ নেটদুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে৷ স্টার অফ হোপ সেন্টারও এমন এক সাহায্যকারীকে পেয়ে খুশি৷ সংস্থার মুখপাত্র স্কট আর্থার টুইট করে গোটা বিষয়টি জানিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘এই যুবতী অন্যদের মতো নয়৷ অনাথ শিশুদের প্রতি এর মমতা, শ্রদ্ধা অসীম৷ এদিনের পর এখানকার শিশুরা মনে করছে, তাদের যত্ন নেওয়ার জন্য কেউ কেউ আছে৷’

[আরও পড়ুন: সভ্যতার অভিশাপ! এভারেস্টে স্বচ্ছতা অভিযানে উদ্ধার ১১ হাজার কেজি জঞ্জাল]

স্নাতক হওয়ার পর লিয়েন এখন নার্সিং পড়তে চায়৷ জনগণের সেবাই এখন তাঁর ব্রত৷ লিয়েন বলছেন, ‘আমাদের সবসময়ে মনে রাখা উচিত যে আমরা অনেকটাই ভাগ্যবান যে হাতের নাগালে অনেক কিছু পাই৷ যারা এসব সুযোগসুবিধা থেকে বঞ্চিত, তাদের যেন ভুলে না যাই৷ ওদের প্রতি করুণা নয়, প্রকৃত অর্থে যেন ওদের সাহায্য করতে পারি৷’ লিয়েনের মতো করে যদি মার্কিন তরুণ প্রজন্ম ভাবতে পারে, তাহলে সেদেশের হাজার হাজার অনাথ, দরিদ্র শিশুর জীবন কিছুটা সুন্দর হতে পারে৷  

The post অনাথ শিশুদের পেটপুরে খাইয়ে স্নাতক হওয়ার সাফল্য উদযাপন মার্কিন যুবতীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement