shono
Advertisement
US

আত্মসমর্পণে ২.৬৮ লক্ষ টাকা, সঙ্গে বিমান টিকিট! অবৈধবাসী তাড়াতে ট্রাম্পের নয়া অফার

স্বেচ্ছায় দেশত্যাগে পুরস্কারের অঙ্ক তিনগুণ বাড়াল ট্রাম্প প্রশাসন।
Published By: Amit Kumar DasPosted: 09:53 AM Dec 23, 2025Updated: 09:53 AM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধভাবে বসবাসকারীদের দেশছাড়া করতে এবার নয়া চাল আমেরিকা। মার্কিন প্রশাসনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, এখনও যারা বেআইনিভাবে আমেরিকায় বাস করছেন তারা যদি স্বেচ্ছায় দেশ ছাড়েন তবে সরকার তাঁদের পুরস্কার দেবে। ৩১ ডিসেম্বরের মধ্যে যারা আত্মসমর্পণ করবেন তাঁদের দেওয়া হবে ৩ হাজার ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২.৬৮ লক্ষ টাকা। আগে এই টাকার অঙ্ক ছিল একহাজার মার্কিন ডলার। একইসঙ্গে অবৈধবাসীদের নিজের দেশে ফেরার জন্য বিনামূল্যে টিকিটও দেবে সরকার।

Advertisement

আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির তরফে ঘোষণা করা হয়েছে, যেসব অবৈধবাসী এখনও আমেরিকায় রয়েছেন অপমান ও জেলযাত্রা এড়াতে তাঁদের উচিত পুলিশের কাছে আত্মসমর্পণ করা। এক্ষেত্রে অবৈধবাসীদের জন্য বিশেষ অফার দেওয়া হচ্ছে। ৩১ ডিসেম্বরের আগে যারা দেশছাড়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাবেন তাঁদের ৩ হাজার ডলার ও দেশের ফিরে যাওয়ার বিমান টিকিট সরকারের তরফে দেওয়া হবে। পাশাপাশি যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কোনও কারণে দেশ ছাড়তে পারেননি তাঁদের জরিমানা মুকুব করা হবে। কীভাবে এই আবেদন করতে হবে তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, এর জন্য মার্কিন সরকারের CBP Home মোবাইল অ্যাপে আবেদন করতে হবে দেশ ছাড়তে ইচ্ছুক অবৈধবাসীদের। বাকি কাজ প্রশাসনের তরফে করা হবে।

হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরই আমেরিকা বিশ্বসেরা করার লক্ষ্যে কাজ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যে প্রথমেই তাঁর মনে হয়েছে আমেরিকায় বসবাসকারী বিদেশিরা দেশের সমস্যার মূল কারণ। সেই মতো অবৈধবাসীদের কোমরে দড়ি বেঁধে তাঁদের দেশছাড়া করা হয়েছে। ভারতেও ফেরত পাঠানো হয়েছে কয়েক হাজার অবৈধবাসীকে। বেআইনিভাবে বসবাসকারীদের খোঁজার জন্য দেওয়া হয়েছে নানা পুরস্কার। যদিও তাতেও খুব বিশেষ কাজ হয়নি। মার্কিন অভিবাসন দপ্তরের দাবি অনুযায়ী, বহু অবৈধবাসী এখনও গা ঢাকা দিয়ে রয়েছে আমেরিকায়। তাঁদের খুঁজে বার করতেই এবার বিশেষ অফার চালু করল ট্রাম্প প্রশাসন।

উল্লেখ্য, পূর্বে স্বেচ্ছায় দেশ ছাড়তে ইচ্ছুক অভিবাসীদের জন্য ১০০০ ডলারের পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন সরকার। হোমল্যান্ড বিভাগের মন্ত্রী ক্রিস্ট্রি নোয়েম বলেন, সেই টাকার অঙ্ক এবার তিনগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই উদ্যোগ যে বিশেষভাবে সফল হয়েছে সে কথাও জানান নোয়েম। বলেন, জানুয়ারি ২০২৫ থেকে এখনও পর্যন্ত এই সুবিধা নিয়ে স্বেচ্ছায় আমেরিকা ছেড়েছেন ১.৯ মিলিয়ন অবৈধবাসী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবৈধভাবে বসবাসকারীদের দেশছাড়া করতে এবার নয়া চাল আমেরিকা।
  • মার্কিন প্রশাসনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, অবৈধবাসীরা যদি স্বেচ্ছায় দেশ ছাড়েন তবে সরকার তাঁদের পুরস্কার দেবে।
  • ৩১ ডিসেম্বরের মধ্যে যারা আত্মসমর্পণ করবেন তাঁদের দেওয়া হবে ৩ হাজার ডলার।
Advertisement