shono
Advertisement

পেন্টাগনের গুরুত্বপূর্ণ পদে রাধা আয়েঙ্গার, বাইডেন প্রশাসনে ফের জয়জয়কার ভারতীয় বংশোদ্ভূতদের

বুধবার এই ঘোষণা করেছে মার্কিন প্রশাসন।
Posted: 02:49 PM Jun 16, 2022Updated: 02:49 PM Jun 16, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হলেন এক ভারতীয় বংশোদ্ভুত মার্কিন মহিলা। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের (USA Defense) ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে বসতে চলেছেন রাধা আয়েঙ্গার প্লাম্ব। বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রক প্রধানের অফিসে কর্মরত তিনি। গত কিছুদিন ধরেই ভারতীয় বংশোদ্ভুতদের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে আমেরিকার সরকার (USA Government)। বুধবার মার্কিন প্রশাসনের তরফে রাধাকে এই পদে নিয়োগের ঘোষণা করা হয়।

Advertisement

নিরাপত্তা বিশারদ হিসাবে বহুদিন ধরেই কাজ করছেন রাধা। ফেসবুকের গ্লোবাল হেড হিসাবে আন্তর্জাতিক সুরক্ষা নীতি বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তিনি। সেই সঙ্গে ফেসবুকে নিরাপত্তার পরিপন্থী বিষয় নিয়েও সক্রিয় ছিলেন তিনি। আমেরিকার প্রতিরক্ষা বিভাগে উন্নতির পরামর্শদাতা হিসাবেও কাজ করেছেন। প্রতিরক্ষা বিভাগের নানা উচ্চপদেও বহাল ছিলেন তিনি। সেই সঙ্গে ডিপার্টমেন্ট অফ এনার্জি, হোয়াইট হাউসের নিরাপত্তা কাউন্সিলের সদস্য ছিলেন রাধা। এবার পেন্টাগনের অন্যতম শীর্ষ পদে বসতে চলেছেন তিনি। 

[আরও পড়ুন: জেলেনস্কির সঙ্গে কথা বাইডেনের, ইউক্রেনকে আরও রকেট সিস্টেম দিচ্ছে আমেরিকা

অর্থনীতির ছাত্রী ছিলেন রাধা (Radha Iyengar Plumb)। কেরিয়ারের শুরু করেছিলেন শিক্ষকতার মাধ্যমে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে অধ্যাপক হিসাবে কাজ করেছেন তিনি। এরপরেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে পোস্ট ডক্টরেট করেন রাধা। এরপরেই মার্কিন প্রশাসনের নিরাপত্তা বিভাগে যোগ দেন তিনি। সেখানেই নানা ভাবে কাজ করেছেন তিনি। ভাল কাজের পুরস্কার হিসাবেই তাঁকে ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে বসানো হবে।

রাধা ছাড়াও আরও কয়েকজন ভারতীয় বংশোদ্ভুতকে গুরুত্বপূর্ণ (USA Appoints Indians) পদে বসিয়েছে বাইডেন প্রশাসন। গত মাসেই ইন্দো-আমেরিকান কূটনীতিক গৌতম রানাকে আমেরিকার বিশেষ দূত হিসাবে নিযুক্ত করা হয়েছিল। মালির রাষ্ট্রদূত হিসাবে ভারতীয় বংশোদ্ভুত রচনা সচদেব কোরহোনেনকে নিয়োগ করা হয়েছে। কূটনৈতিক স্তরে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে সচেষ্ট ভারত ও আমেরিকা। তার মধ্যেই ভারতীয় বংশোদ্ভুতদের উচ্চপদে বসানোর খবরের প্রভাব পড়বে দু’দেশের সম্পর্কে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। 

[আরও পড়ুন: মোদির চাপে আদানিকে শ্রীলঙ্কায় বিদ্যুৎকেন্দ্র তৈরির বরাত! প্রতিবাদের ডাক লঙ্কাবাসীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement