shono
Advertisement

বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু ভারতীয় ছাত্রীর! বেকসুর খালাস সেই মার্কিন পুলিশকর্মী

এক বছর আগে জাহ্নবী কান্ডুলার মৃত্যুর পর ক্ষমা চান সিয়াটেলের মেয়র।
Posted: 10:46 AM Feb 22, 2024Updated: 10:46 AM Feb 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক এক বছর আগের কথা। ২০২২ সালের ২৩ জানুয়ারি আমেরিকায় (America) পুলিশের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু ভারতীয় হয়েছিল ছাত্রী জাহ্নবী কান্ডুলার। তরুণীর মৃত্যু নিয়ে ঠাট্টার অভিযোগ উঠেছিল সিয়াটেলের অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছিল সানফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেট। চাপের মুখে দুঃখপ্রকাশ করে ক্ষমা চান সিয়াটেলের মেয়র। যদিও এক বছর ধরে বিচার প্রক্রিয়া চলারু পর আদালত বেকসুর খালাস ঘোষণা করল অভিযুক্ত পুলিশকর্মীকে।

Advertisement

জাহ্নবী কান্ডুলার বাড়ি অন্ধ্রপ্রদেশে। পড়াশোনার সূত্রেই সিয়াটেলে যান বছর তেইশের তরুণী। যদিও কেভিন ডেভ নামের পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার সময় পুলিশের গাড়ির গতবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। অনিচ্ছাকৃত খুনের অভিযোগের পাশাপাশি জাহ্নবীর মৃত্যু নিয়ে ঠাট্টার অভিযোগ উঠেছিল কেভিনের বিরুদ্ধে। অন্যদিকে অভিযুক্ত হন ঘটনার তদন্তকারী সিয়াটেল পুলিশ অফিসার্স গিল্ডের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল অডেরারও। ভাইরাল ভিডিওতে জাহ্নবীর মৃত্যু নিয়ে ড্যানিয়েলকে ঠাট্টা করতে শোনা যায়। গিল্ড সভাপতি মাইক সোলানকে ড্যানিয়েল বলেন, “২৬ বছর বয়স। গুরুত্বপূর্ণ নয়। আমজনতা। একটা চেক লিখে দিলেই হবে। ১১ হাজার ডলারই যথেষ্ট।”

 

[আরও পড়ুন: কৃষক আন্দোলন রুখতে একাধিক X হ্যান্ডেল ‘ব্লকে’র নির্দেশ কেন্দ্রের! প্রতিবাদ মাস্কের সংস্থার]

এই ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষমা চেয়েছিলেন সিয়াটেলের মেয়র। যদিও এক বছর ধরে শুনানির অভিযুক্ত বেকসুর খালাস ঘোষণা করল আমেরিকার আদালত। অন্তত আপাততর জন্যে। উল্লখ্য, ২০২১ সালে পড়াশোনার জন্য আমেরিকায় যান জাহ্নবী কান্দুলা (Jaahnavi Kandula)। চলতি বছরের ডিসেম্বরেই ডিগ্রি পাওয়ার কথা ছিল। তার আগেই গত ২৩ জানুয়ারি পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তরুণীর।

 

[আরও পড়ুন: ‘হাত বেঁধেছে আদালত, নইলে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে রাজ্য পুলিশই’, দাবি অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement