সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় ছারখার পাকিস্তান। ২৪টি মিসাইল পুরো টার্গেটে আছড়ে পড়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ। পাকিস্তানের ঘরে ঢুকে মেরেছে ভারত। না! এগুলো সেনাবাহিনীর কর্তা বা কোনও ভারতবাসীর কথা নয়। বলেছেন পাকিস্তানি যুবক। সেই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাত করেছে ভারত। অপারেশন সিঁদুরে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যদিও পাকিস্তানের দাবি, সাধারণের উপর হামলা চালিয়েছে ভারত। ভাইরাল ভিডিওটিতে পাক সরকারের সেই দাবি উড়িয়ে নিজের দেশের ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধেই সমালোচনায় মুখর হয়েছেন ওই যুবক। বলতে শোনা যায়, "ভারত ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সবকটি ওদের সেট করা টার্গেটে গিয়ে লেগেছে। আমাদের এয়ার ডিফেন্স ব্যবস্থা ফেল করেছে। একটাও হামলা রুখতে পারিনি। ভারত বলে ঘরে ঢুকে মারবে। কার্যত ঘরে ঢুকে মেরে গিয়েছে।"
পাকিস্তানের এয়ার ডিফেন্সে কিছুই নেই, তা বোঝাতে ইরান ও ইজারায়েলের কথা বলেছেন ওই পাক যুবক। তিনি বলেন, "ইরান-ইজরায়েলের উপর হামলা চালালে কয় একটা ওদের এয়ার ডিফেন্স ব্যবস্থা ভাঙতে পারে। এদিকে আমরা একটাও হামলা রুখতে পারিনি।" পাশাপাশি আশঙ্কা প্রকাশ করে ওই পাক নাগরিক বলেন, "ভারত এখনও পর্যন্ত আমাদের কোনও সেনা ছাউনি বা গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায়নি। সেখানে হামলা হলে কী হবে?"
অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের তরফ থেকে দাবি করা হতে থাকে পাক সেনা ভারতীয় যুদ্ধবিমান রাফালে গুলি করে নামিয়েছে। সেই দাবিও ভুয়ো বলেছেন ওই যুবক। তিনি বলেন, "পাকিস্তানি মিডিয়া বলতে থাকে সেনা ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে। তা পুরোপুরি মিথ্যা। আমি ছবিগুলি দেখেছি। সেগুলো ৮ মাস কিংবা ৩ বছরের পুরনো।" ভারতের প্রত্যাঘাতের পর ভয়ে কাঁপছে পাকিস্তান। ভারতীয় সেনার উপর হামলা যে ভুয়ো তা দিনের আলোর মতো পরিষ্কার। সে কথা স্বীকার করেছে পাক নাগরিকই।
