shono
Advertisement
Putin

'ইউরোপ যুদ্ধ লড়তে চাইলে রাশিয়াও প্রস্তুত', পুতিনের বার্তায় তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত!

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মাঝেই নিজের অস্ত্রভাণ্ডার বৃদ্ধিতে মনোনিবেশ করেছে রাশিয়া।
Published By: Amit Kumar DasPosted: 08:55 AM Dec 03, 2025Updated: 12:56 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে উসকে দিয়ে কড়া হুঁশিয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Putin)। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চায় না। তবে ইউরোপ যদি একান্তই আমাদের সঙ্গে যুদ্ধ লড়তে চায় এবং সেই পথে পা বাড়ায় তবে ক্রেমলিনও প্রস্তুত। রুশ প্রেসিডেন্টের এহেন হুঁশিয়ারিতে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।

Advertisement

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মাঝেই নিজের অস্ত্রভাণ্ডার বৃদ্ধিতে মনোনিবেশ করেছে রাশিয়া। শুরু হয়েছে একের পর এক মারণাস্ত্রের পরীক্ষা। রাশিয়ার পাল্লা দিয়ে অস্ত্র পরীক্ষা শুরু করেছে আমেরিকা ও ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি। এই পরিস্থিতির মাঝেই মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পুতিন। সেখানে ন্যাটোর যুদ্ধ প্রস্তুতি ও ইউরোপের সঙ্গে যুদ্ধ সম্ভাবনা বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে রুশ প্রেসিডেন্ট বলেন, "আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চাই না। একথা আমি অন্তত একশোবার বলেছি তবে ইউরোপ যদি আমাদের উপর হঠাৎ হামলা চালায় ও যুদ্ধ শুরু করে তবে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত। এবিষয়ে কারও কোনও সংশয় থাকা উচিত নয়।"

পুতিনের এই বয়ান এমন সময় সামনে এসেছে যখন ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার জন্য মস্কো সফরে এসেছেন মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। মঙ্গলবার তাঁদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল পুতিনের তার ঠিক আগেই এই বিবৃতি দেন তিনি। শুধু তাই নয়, পুতিন অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছেন ইউরোপের নেতারা। এইসব নেতারাই যুদ্ধের পক্ষে বলে অভিযোগ তুলে পুতিন বলেন, ইউরোপের দেশগুলি ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।

শুধু তাই নয়, সমুদ্রে রাশিয়ার তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেন পুতিন। এই ঘটনাকে জলদস্যুতা বলে তোপ দেগে পুতিন বলেন, ''যদি ইউক্রেন রাশিয়ার জাহাজে জলদস্যুতা চালিয়ে যায় তবে আমরাও ইউক্রেনকে সমুদ্র থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে উসকে দিয়ে কড়া হুঁশিয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
  • স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ চায় না। তবে ইউরোপ যদি যুদ্ধ লড়তে চায় তবে ক্রেমলিনও প্রস্তুত।
  • রুশ প্রেসিডেন্টের এহেন হুঁশিয়ারিতে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।
Advertisement