shono
Advertisement
Brazil

'কোনও সম্রাটের ঔদ্ধত্য সহ্য করব না', শুল্ক ইস্যুতে BRICS থেকে ট্রাম্পকে তোপ ব্রাজিলের প্রেসিডেন্টের

BRICS-কে আমেরিকা বিরোধী জোট বলে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
Published By: Amit Kumar DasPosted: 11:02 AM Jul 08, 2025Updated: 11:02 AM Jul 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিকসের মঞ্চ থেকে এবার সরাসরি আমেরিকাকে নিশানা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা সা সিলভার। সোমবার এই সংগঠনকে আমেরিকা বিরোধী সংগঠন বলে তোপ দেগেছিলেন ট্রাম্প। হুমকি দিয়েছিলেন ১০ শতাংশ শুল্ক চাপানোর। এর পালটা তোপ দেগে এদিন সিলভা জানালেন, এই বিশ্ব কোনও একনায়ক সম্রাটকে চায় না।

Advertisement

ব্রাজিলে ব্রিকস সম্মেলন শেষে সাংবাদিক বৈঠক থেকে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করেন সিলভা। তিনি বলেন, "পৃথিবী বদলে গিয়েছে। আমাদের দেশগুলি সার্বভৌম ফলে আমরা কোনও সম্রাটের ঔদ্ধত্য সহ্য করব না। ট্রাম্প যদি শুল্ক আরোপ করেন, তাহলে অন্যান্য দেশেরও একই অধিকার আছে। পারস্পরিক আইন আছে।" একইসঙ্গে ট্রাম্পের বাড়তি শুল্ক চাপানোর হুঁশিয়ারির পালটা ব্রাজিল প্রেসিডেন্ট জানান, "আমি মনে করি আমেরিকার মতো দেশের প্রেসিডেন্টের পক্ষে সোশাল মিডিয়ায় শুল্ক আরোপের হুমকি দেওয়া দায়িত্বজ্ঞানহীন কাজ। আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট অন্যান্য দেশের সঙ্গে কথা বলতে চাইলে তাঁর কাছে অন্যান্য একাধিক ফোরাম রয়েছে।"

শুধু তাই নয়, ডলারকে টক্কর দিতে ব্রিকস নতুন আন্তর্জাতিক মুদ্রা চালু করতে চলেছে বলে গোটা বিশ্বে জল্পনা ছড়িয়েছিল। যদিও সে জল্পনা খারিজ করেছে ভারত-সহ একাধিক দেশ। সেই ইস্যুতেও এদিন মুখ খোলেন সিলভা। বলেন, "বিশ্ব বাণিজ্যে শুধুমাত্র মার্কিন ডলারের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। বিশ্বকে এমন একটি উপায় খুঁজে বের করতে হবে যাতে আমাদের বাণিজ্যিক লেনদেন শুধু ডলারের মাধ্যমে না হয়। অবশ্য অতি সাবধানে এই পথে এগোতে হবে আমাদের। আমাদের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির উচিত অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সঙ্গে এই বিষয়ে আলোচনা করার।"

নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে তিনি লেখেন, ‘ব্রিকসের আমেরিকাবিরোধী নীতির সঙ্গে যে দেশ যুক্ত থাকবে তাদের উপর আরও ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হবে। কোনওভাবেই এই নীতি পালটানো হবে না, কোনও ছাড় দেওয়া হবে না। সকলকে অনেক ধন্যবাদ।’ তবে আমেরিকাবিরোধী নীতি বলতে ঠিক কী, সেই প্রশ্নের জবাব মেলেনি ট্রাম্পের পোস্টে। তবে ট্রাম্পের এই বার্তার পর পালটা তোপ দাগে ব্রিকস সদস্যরা। চিনের তরফে জানানো হয়, ''এইভাবে শুল্ক চাপানোটা কারোওর পক্ষেই ভালো নয়। প্রথম থেকেই এই অবস্থানে অনড় থেকেছে চিন।” মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, “যেভাবে শুল্ককেকে জুলুম চালানোর অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেই আচরণের তীব্র বিরোধিতা করছে চিন।” স্পষ্টভাবে এটাও জানানো হয়, ব্রিকস কোনও রকম সংঘাত চায় না।

মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণকে কড়া ভাষায় তোপ দেগেছে চিন। সেদেশের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, “এইভাবে শুল্ক চাপানোটা কারোওর পক্ষেই ভালো নয়। প্রথম থেকেই এই অবস্থানে অনড় থেকেছে চিন।” মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, “যেভাবে শুল্ককেকে জুলুম চালানোর অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেই আচরণের তীব্র বিরোধিতা করছে চিন।” তবে ট্রাম্পের এমন পদক্ষেপের পালটা কোনও সিদ্ধান্ত নেওয়ার কথা এখনই ভাবছে না ব্রিকস। নিংয়ের কথায়, ব্রিকস কোনওরকম সংঘাত চায় না। রাশিয়া জানায়, 'ব্রিকসের সঙ্গে রাশিয়ার সহযোগিতা সাধারণ বৈশ্বিক দ্রিস্তিভঙ্গির উপর ভিত্তি করে যা কখনও কোনও তৃতীয় দেশের বিরুদ্ধে পরিচালিত হবে না'। দক্ষিণ আফ্রিকার তরফে জানানো হয়, 'ব্রিকসের লক্ষ্য অন্য কোনও বিশ্ব শক্তির সঙ্গে প্রতিযোগিতা নয়।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্রিকসের মঞ্চ থেকে এবার সরাসরি আমেরিকাকে নিশানা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা সা সিলভার।
  • সোমবার এই সংগঠনকে আমেরিকা বিরোধী সংগঠন বলে তোপ দেগেছিলেন ট্রাম্প।
  • হুমকি দিয়েছিলেন ১০ শতাংশ শুল্ক চাপানোর।
Advertisement