shono
Advertisement
Woman Executed In UAE

আবু ধাবিতে ১৬ দিন আগেই ফাঁসি হয়েছে উত্তরপ্রদেশের তরুণীর! শোকসংবাদ দিল কেন্দ্র

দিল্লি হাই কোর্টে শাহজাদি খানের ফাঁসির সাজার কথা জানাল কেন্দ্র।
Published By: Kishore GhoshPosted: 07:19 PM Mar 03, 2025Updated: 07:42 PM Mar 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১৯ ফেব্রুয়ারি জানা গিয়েছিল উত্তরপ্রদেশের শাহজাদি খানের ফাঁসির সাজা পিছিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। যদিও সোমবার শোকসংবাদ দিল বিদেশ মন্ত্রক। এদিন দিল্লি হাই কোর্টে কেন্দ্র তরফে জানান হল, সেদেশের আইন মেনে ১৬ দিন আগে শাহজাদির ফাঁসি হয়েছে!

Advertisement

গত ১৭ ফেব্রুয়ারি শাহজাদির কথা জানা যায়। মৃত্যুদণ্ডের একদিন আগে সংযুক্ত আরব আমিরশাহি থেকে বাড়িতে ফোন করেন তিনি। ফাঁসির সাজার কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তরুণী। এর পরই ফাঁসি রুখতে ভারত সরকারের সাহায্য চায় তরুণীর পরিবার। পাশাপাশি শাহজাদি কেমন আছেন জানতে চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন তরুণীর বাবা সাবির খান। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের থেকে মেয়ের বিষয়ে জানতে চেয়েও কোনও লাভ হচ্ছে না।

মামলার শুনানি হয় হাই কোর্টের বিচারপতি সচিন দত্তের বেঞ্চে। সেখানে বিদেশ মন্ত্রকের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, সংযুক্ত আর আমিরশাহির আইন মেনে গত ১৫ ফেব্রুয়ারি শাহজাদির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আগামী ৫ মার্চ আবু ধাবিতে তরুণীর শেষকৃত্য সম্পন্ন হবে। অতিরিক্ত সলিসিটর জেনারেল আরও জানান, তরুণীর ফাঁসির কথা গত ২৮ ফেব্রুয়ারি ভারতীয় দূতাবাসকে সরকারি ভাবে জানায় সে দেশের প্রশাসন। পরবর্তী প্রক্রিয়ায় পরিবারকে সাহায্য করা হবে বলেও বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ১৭ ফেব্রুয়ারি শাহজাদির কথা জানা যায়।
  • এই মামলার শুনানি ওঠে হাই কোর্টের বিচারপতি সচিন দত্তের বেঞ্চে।
Advertisement