সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একুশ শতকে প্রথমবার ঘটতে চলেছে এই ঘটনা৷ এই নভেম্বরেই পৃথিবীর সবথেকে কাছকাছি আসতে চলেছে চাঁদ৷ শেষ এরকম দৃশ্য দেখা দিয়েছিল ১৯৪৮ সালে৷ অর্থাৎ গত ছ’ দশক পর প্রথমবার এই বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে পৃথিবীর মানুষ৷
কবে সবথেকে বড় হয়ে ধরা দেবে চাঁদ? চলতি বছরের ১৪ নভেম্বরই অঙ্কের হিসেবে পৃথিবীর সবথেকে কাছটিতে আসছে চাঁদ৷ সাধারণ পূর্ণিমার থেকে এর মাহাত্ম্য আনেকটাই আলাদা৷ কক্ষপথের উপবৃত্তাকার আকৃতির কারণেই বহুবছর পরপর এই ঘটনা ঘটে৷ যেমন এর পরে এই ঘটনা আবার ঘটবে ২০৩৪ সালের ২৫ নভেম্বর৷
যদিও নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, ব্যাপারটার মধ্যে অপটিক্যাল ইলিউশনও আছে বটে৷ গাছ বা বড় বাড়ির মাথা থেকে দেখলে চাঁদকে অস্বাভাবিক বড় আকৃতির দেখা যাবে৷ তবে যতই ইলিউশন থাক, ঘটনাটি যে বিরল তা নিয়ে কোনও সন্দেহ নেই৷
The post ছ’দশকে সবথেকে বড় চাঁদ দেখা যাবে এই নভেম্বরেই appeared first on Sangbad Pratidin.