shono
Advertisement
USA

আমেরিকায় প্রেমিকাকে খুন করে ভারতে পালাল প্রেমিক, বিবৃতিতে কী জানাল ভারতীয় দূতাবাস?

পুলিশের দাবি প্রেমিকের ফ্ল্যাটেই খুন করা হয়েছে নিকিতাকে।
Published By: Anustup Roy BarmanPosted: 10:36 AM Jan 05, 2026Updated: 10:59 AM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নববর্ষের আবহে আমেরিকায় নৃশংস খুনের ঘটনা। প্রাক্তন প্রেমিকের ফ্ল্যাট থেকে উদ্ধার হল ভারতীয় তরুণীর দেহ। অভিযোগ, ভারতে পালিয়েছেন অভিযুক্ত প্রেমিক।

Advertisement

নববর্ষের রাতেই নিখোঁজ হয়ে যান, আমেরিকার মেরিল্যান্ডের বাসিন্দা ভারতীয় তরুণী। ২৭ বছরের ওই তথ্য প্রযুক্তি কর্মীর নাম নিকিতা গোডিসালা। তিনি থাকতেন হাওয়ার্ড কাউন্টির এলিকট সিটি এলাকায়। প্রাক্তন প্রেমিকের ফ্ল্যাট থেকে খুঁজে পাওয়া গিয়েছে নিকিতার মৃতদেহ।

পুলিশের দাবি ওই ফ্ল্যাটেই খুন করা হয়েছে নিকিতাকে। তাঁদের অনুমান, নিকিতার প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মাই খুন করেছেন তাঁকে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির খুনের অভিযোগ এনেছে পুলিশ। যদিও, জানা গিয়েছে আমেরিকা ছেড়ে পালিয়েছেন অর্জুন।

পুলিশের তরফে জানানো হয়েছে, ৩০ ডিসেম্বর রাতে নিখোঁজ হন নিকিতা। এরপর ২ জানুয়ারি পুলিশের কাছে নিকিতার নিখোঁজ হওয়ার অভিযোগ করেন নিকিতার প্রেমিক অর্জুন। পুলিশের কাছে তিনি জানান নববর্ষের রাতেই শেষবার তিনি দেখেন নিকিতাকে। নিজের ফ্ল্যাটেই তাঁকে দেখেন বলে জানান অর্জুন।

তদন্ত শুরু হওয়ার পরে, অর্জুন নিখোঁজ ডায়েরি করার পরের দিন তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। সেখানেই পাওয়া যায় নিকিতার দেহ। জানা গিয়েছে ৩১ ডিসেম্বর সন্দঝ্যে ৭টার পরেই নিকিতাকে খুন করা হয়। পুলিশ আরও জানতে পারে, নিখোঁজ ডায়েরি করার পরেই ভারতে পালিয়েছে অভিযুক্ত অর্জুন শর্মা। এরপরেই অর্জুনের উপরে সন্দেহ আরও বাড়ে পুলিশের। তাঁরা জানিয়েছে, খুনের পিছনে এখনও কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি। নিয়ম মেনে, ভারতে সঙ্গে মিলে অভিযুক্তকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা নিকিতা গোডিসালার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং সম্ভাব্য সকল সহায়তা দেওয়া হবে তাঁদের। এক বিবৃতিতে বলা হয়েছে, "দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ রাখছে।" আমেরিকা এবং ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে যা গুরুতর ফৌজদারি মামলায় দুই দেশকে সহযোগিতার সুযোগ দেয়। যদিও, এই ধরনের ঘটনায় আদালতের প্রক্রিয়া এবং কূটনৈতিক আলচনা জড়িত থাকে।ফলে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে বহু মাস সময় লেগে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নববর্ষের আবহে আমেরিকায় নৃশংস খুনের ঘটনা।
  • প্রেমিকের ফ্ল্যাট থেকে উদ্ধার হল ভারতীয় তরুণীর দেহ।
  • ভারতে পালিয়েছেন অভিযুক্ত প্রেমিক।
Advertisement