shono
Advertisement

Breaking News

WTC Final: চতুর্থ দিন বৃষ্টির জেরে ভেস্তে যেতে পারে খেলা! সুবিধা পাবে ভারতীয় দল?

তৃতীয় দিনের শেষে ভারত পিছিয়ে ২৯৬ রানে।
Posted: 01:37 PM Jun 10, 2023Updated: 02:18 PM Jun 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) অজি বোলাররা দ্রুত রুখে দিয়েছিলেন ভারতীয় ব্যাটারদের। আবার ব্য়াট হাতে ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে একশোর গণ্ডি পেরিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। ফলে ভারত পিছিয়ে প্রায় ৩০০ রানে। এমন পরিস্থিতিতে চতুর্থদিন মাঠে নামতে চলেছে দুই দল। কিন্তু শোনা যাচ্ছে, লন্ডনে আকাশের মুখ ভার। বৃষ্টিতে শনিবারের খেলা ভেস্তে যাওয়ার সমুখ সম্ভাবনা রয়েছে। এমনকী টেস্টের পঞ্চমদিনও রয়েছে বৃষ্টির পূর্বাভাস!

Advertisement

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে লন্ডনে। জারি হলুদ সতর্কতা। খেলার দ্বিতীয় সেশন অর্থাৎ স্থানীয় সময় ২টো নাগাদ বৃষ্টি নামতে পারে ঝেঁপে। বৃষ্টি চলার কথা সন্ধে ৭টা পর্যন্ত। এদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭১ শতাংশ। তবে শুধু শনিবারই নয়, রবিবার অর্থাৎ ম্যাচের শেষ দিনও বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ।

[আরও পড়ুন: রাজ্যে জারি আদর্শ আচরণবিধি, প্রধানমন্ত্রী রোজগার মেলা বন্ধ রাখার নির্দেশ নির্বাচন কমিশনের]

এমন পরিস্থিতিতে ভারত যদি লাঞ্চের বিরতির আগেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিতে পারে, তাহলে তা দলের পক্ষে লাভজনক হবে। কারণ ম্যাচ পুরোপুরি ভেস্তে গেলে যুগ্ম বিজয়ী হতে পারবে ভারত ও অস্ট্রেলিয়া।

টেস্টের ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৪৬৯ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে অজি পেসারদের দাপটে ২৯৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে অবশ্য তেড়েফুঁড়ে ওঠেন ভারতীয় পেসার ও স্পিনাররা। তৃতীয় দিনের শেষে চার উইকেট খুইয়ে অজিদের সংগ্রহ ১২৩ রান। ওভালের পিচে যেমন দাপট দেখিয়েছেন অজি ব্যাটাররা, তেমনই নতুন বলে উইকেট পেয়েছেন ভারতীয় বোলাররাও। এমন পরিস্থিতিতে সেই ছন্দ ধরে রেখে শামি, সিরাজরা দ্রুত অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দিতে পারেন কি না, সেটাই দেখার।

[আরও পড়ুন: চুপ, শব্দ কোরো না, লাবুশেন ‘ঘুমোচ্ছেন’! ‘জেগে উঠে’ কারণ জানালেন অজি তারকাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement