shono
Advertisement

বুলন্দশহর কাণ্ডে অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত যোগেশ রাজ

গতমাসে নিজেকে নির্দোষ দাবি করে ভিডিও প্রকাশ করে বজরং দল নেতা। The post বুলন্দশহর কাণ্ডে অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত যোগেশ রাজ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:03 AM Jan 03, 2019Updated: 11:39 AM Jan 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুলন্দশহর হিংসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল প্রধান অভিযুক্ত যোগেশ রাজকে। ঘটনার দিন থেকেই সে ছিল পলাতক। ৩১ দিন পর খুরজা থেকে গ্রেপ্তার করা হল তাকে।

Advertisement

বুলন্দশহরের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকাশ্যে আসে ঘটনার মূল অভিযুক্ত যোগেশ রাজের নামও। তার উপর হিংসা ছড়ানোর অভিযোগ ছিল। কিন্তু তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তার গ্রেপ্তারি পুলিশের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। যোগেশের গ্রেপ্তারি নিয়ে উত্তরপ্রদেশ পুলিশের উপর প্রশ্নও উঠতে শুরু হয়ে গিয়েছিল। এও বলা হচ্ছিল, পুলিশ যোগেশ রাজকে ক্লিনচিট দিয়ে দিয়েছে। কারণ সে বজরং দলের জেলা সমন্বয়কারী।

সবরীমালায় বিক্ষোভকারীর মৃত্যু, কেরলজুড়ে বনধের ডাক দক্ষিণপন্থী সংগঠনগুলির ]

বুলন্দশহরের ঘটনার পরপরই যোগেশ একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওয় সে জানায়, পুলিশ তাকে দোষী সাব্যস্ত করতে চাইছে। কিন্তু এই ঘটনার সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। সে নির্দোষ। সেদিন মোট দু’টি ঘটনা ঘটেছিল। প্রথমটি ছিল জঙ্গল সংলগ্ন এলাকায় গরুর মৃতদেহ উদ্ধার হওয়া। খবরটি জানার পর সে তার সহকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে পুলিশও ছিল। সেখানকার পরিস্থিতি মোটামুটি শান্ত হলে সে থানায় অভিযোগ জানাতে যায়। দ্বিতীয় ঘটনাটি যখন ঘটে তখন সে থানাতেই বসেছিল। তাহলে ঘটনাস্থলে সে কীভাবে উপস্থিত হবে? একই ব্যক্তি তো একসঙ্গে দু’জায়গায় থাকতে পারে না। বিষয়টিকে সম্পূর্ণভাবে পুলিশের চক্রান্ত বলে দাবি করে যোগেশ। এনিয়ে উত্তাল হয় সোশ্যাল মিডিয়া।

উল্লেখ্য, গত সপ্তাহেই বুলন্দশহরের ঘটনায় পুলিশ অফিসার সুবোধ কুমার সিংয়ের উপর গুলি চালানোর অভিযোগে প্রশান্ত নট নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বয়স ২৬ বছর। জেরায় ধৃত যুবক অপরাধের কথা স্বীকার করে নেয়। জানায়, ইনস্পেক্টর সুবোধ কুমার সিংকে সে-ই গুলি করে। তবে তদন্তকাজ এখানেই থামিয়ে দেয়নি পুলিশ। প্রশান্তের কথার উপর ভিত্তি করে বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।

[ জল্পনা উড়িয়ে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় ]

The post বুলন্দশহর কাণ্ডে অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত যোগেশ রাজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement