shono
Advertisement

যোগীর শপথগ্রহণ অনুষ্ঠানকে ‘মেগা ইভেন্ট’ করতে চায় বিজেপি, আমন্ত্রিত অখিলেশ-সোনিয়া

২৫ মার্চ শপথ নিতে চলেছেন যোগী।
Posted: 11:49 AM Mar 19, 2022Updated: 11:49 AM Mar 19, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ মার্চ দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, লখনউয়ের একনা ক্রিকেট স্টেডিয়ামে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফার মেয়াদে ২০১৮-র নভেম্বরে বিজেপি নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে স্টেডিয়ামের নামকরণ করেছিল যোগী সরকার।

Advertisement

এখনও পর্যন্ত যা খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি শাসিত রাজ্যগুলির সমস্ত মুখ্যমন্ত্রী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শীর্ষ পদাধিকারীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজ্যের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব এবং বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতীকেও আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও আমন্ত্রণ পেতে পারেন বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

[আরও পড়ুন: হোলির দিনই বিপর্যয়, পাঁচতলা থেকে পড়ে মৃত বলিউড পরিচালকের ১৭ বছরের ছেলে]

প্রথম যোগী সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদেরও আমন্ত্রণ জানানো হবে। যাঁদের মধ্যে প্রচুর মহিলাও থাকবেন বলে মনে করা হচ্ছে। রাজ্যে ২৫৫টি আসন জিতে ক্ষমতায় আসার পর যোগীর শপথগ্রহণ অনুষ্ঠানকে ‘মেগা ইভেন্ট’-এ পরিণত করতে চাইছে বিজেপি। আগামী বছর বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগে উত্তরপ্রদেশের সাফল্যকে হাতিয়ার করে বিরোধীদের টেক্কা দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি।

উল্লেখ্য়, যোগীর নেতৃত্বে উত্তরপ্রদেশের রাজনৈতিক ক্ষমতার ইতিহাস কার্যত বদলে দিয়েছে বিজেপি। এইসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজেও চমকে দেওয়া জয় পেয়েছেন। ১ লক্ষের বেশি ব্যবধানে জিতেছেন গোরক্ষপুর আরবান বিধানসভা আসনে। এমনিতে নিজের গড়েই দাঁড়িয়েছিলেন যোগী। গোরক্ষপুর (Gorakhpur) লোকসভা কেন্দ্রের পাঁচবারের সাংসদ তিনি। তবে এবারই প্রথম বিধানসভা আসনে লড়লেন। বিরাট জয় ছিনিয়ে নিয়ে নিজের দাপট বুঝিয়ে দিয়েছেন যোগী। শুধু ১ লক্ষ ২ হাজার ভোটের ব্যবধানে জয়ই নয়, যোগীর পক্ষে শতাংশের হিসেবও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। গোরক্ষপুর কেন্দ্রের মোট ভোটের ৬৪.৯৬ শতাংশ গিয়েছে যোগীর পক্ষে।

[আরও পড়ুন: হোলিতে হিন্দুত্ববাদীদের রোষানলে রোহিত শর্মা, টুইটারে ট্রেন্ডিং ‘ঋতিকা আপনা কুত্তা সামাল’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement