shono
Advertisement
Engineer

মর্মান্তিক! রেললাইনের উপর বসে মদ্যপান, ট্রেনের ধাক্কায় মৃত্যু ইঞ্জিনিয়ারের

মৃত যুবক ২৫ বছরের সুমন সাহা, আহিরণের কাছে মাসির বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 03:36 PM Jul 14, 2024Updated: 03:39 PM Jul 14, 2024

সুব্রত বিশ্বাস: লাইনের উপর বসে মদ্যপানের সময় মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ইঞ্জিনিয়ারের (Engineer)। আজিমগঞ্জ শাখার আহিরণ হল্ট স্টেশনের কাছে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, মৃতের নাম সুমন সাহা, বয়স ২৫ বছর। শনিবার রাত সাড়ে নটা নাগাদ আরপিএফ জানতে পারে, আহিরণ হল্ট স্টেশনের কাছে গুরুতর জখম অবস্থায় ডাউন লাইনে পড়ে রয়েছেন এক যুবক। আজিমগঞ্জ জিআরপি যুবককে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

Advertisement

পরে জিআরপি-র (GRP) তরফে মৃতদেহ তল্লাশি করে পকেট থেকে পরিচয়পত্র পেয়েছে। তা দেখে পুলিশ জানতে পারে, সুমন জলপাইগুড়ি (Jalpaiguri)ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্র তিনি। পরে বাড়ির লোকজন পুলিশকে জানিয়েছে, মুর্শিদাবাদের সুতিতে বাড়ি হলেও সুমন থাকতেন মাসির বাড়ি আহিরণের আশপাশে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জেনেছে, রাতে রেললাইনের (Rail track) উপর বসে কয়েকজন মদ খাচ্ছিলেন। ট্রেন এসে পড়ায় সবাই সরে গেলেও, সরতে পারেননি ওই যুবক। ফলে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন সুমন। পরে তাঁর মৃত্যু হয়। রেল পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। রিপোর্ট পেলেই বিষয়টি স্পষ্ট হবে বলে পুলিশ মনে করছে।

[আরও পড়ুন: অনন্ত-রাধিকার রিসেপশনে যশ-নুসরত! টলিপাড়ার আর কারা নিমন্ত্রিত?]

ঘটনা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া। লাইনের উপর বসে মদ খেতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যুর (Death) মতো ঘটনা আগেও বহুবার হয়েছে। রেল পুলিশ, আরপিএফ এনিয়ে বার বার সতর্কতা জারি করেছে। পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে এলাকা পরিক্রমা করেও বিশেষ ফল হয়নি। এবার সেই একই ভুলে মৃত্যু হল তরুণ ইঞ্জিনিয়ারের। যাত্রীদের একাংশের অবশ্য বক্তব্য, এভাবে রেললাইনের উপর বসা নিষিদ্ধ করা হোক এবং সেই দায়িত্ব নিক রেল।

[আরও পড়ুন: গুরু গ্যারেথেই আস্থা, বিলিতি ফুটবল জনতার গলায় এখন ‘ইটস কামিং হোম’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রেললাইনে বসে মদ্যপানের সময় মর্মান্তিক দুর্ঘটনা।
  • আহিরণের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বছর পঁচিশের ইঞ্জিনিয়ারের।
Advertisement