shono
Advertisement

প্রতিবাদের মাশুল! পুলিশের বেধড়ক মারে হাসপাতালে ভরতি যুবক, কাঠগড়ায় মহেশতলা থানা

ঘটনার তীব্র নিন্দা করেন মহেশতলার বিধায়ক দুলাল দাস।
Posted: 11:45 AM Nov 10, 2021Updated: 01:13 PM Nov 10, 2021

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মোটরবাইক রাখাকে কেন্দ্র করে ধুন্ধুমার মহেশতলা এলাকায়। এক পুলিশ আধিকারিকের সঙ্গে প্রথমে বচসা ও পরে হাতাহাতি জড়ান স্থানীয় এক যুবক। অভিযোগ, যুবককে থানায় নিয়ে এসে বেধড়ক মারধর করেন ওই অফিসার। আর তাতেই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি যুবক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

আহত ওই যুবকের শরীরের একাধিক জায়গায় হাড় ভাঙার আশঙ্কা করছেন চিকিৎসকরা। বিচার চেয়ে যুবকের পরিবার ইতিমধ্যেই আদালতে আবেদন জানিয়েছেন। আহত যুবকের দাদা, প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান মহেশতলা পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য সুকান্ত বেরা অভিযোগ করেন, কালীপুজোর রাতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার নুঙ্গি স্টেশন সংলগ্ন একটি ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়েছিলেন মহেশতলা থানার এক সাব ইন্সপেক্টর। ওষুধের দোকানের সামনে তিনি তাঁর বাইকটিকে এমনভাবে রেখেছিলেন যাতে যাতায়াতের অসুবিধা হচ্ছিল। তারই প্রতিবাদ করেন স্থানীয় যুবক সুমন্ত বেরা। সেই নিয়েই তাঁর সঙ্গে এসআইয়ের তর্কাতর্কি শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে একসময় দু’জনের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতিও।

[আরও পড়ুন: Weather Update: শীতের আমেজে বিঘ্ন ঘটাবে পূবালী হাওয়া, সপ্তাহান্তে কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা]

অভিযোগ, পরে মহেশতলা থানায় নিয়ে এসে ওই এসআই অফিসার সুমন্ত বেরাকে বেধড়ক মারধর করেন। আহতের দাদা জানান, কালীপুজোর পরদিন সুমন্তকে আদালতে পেশ করা হয়। সেখানে জামিন পান তিনি। আহত অবস্থায় তাঁকে ভরতি করা হয় মহেশতলার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে এখনও চিকিৎসাধীন তিনি।

তাঁর পরিবারের পক্ষ থেকে জেলা পুলিশের কাছে ঘটনাটি জানানো হয়েছে। সুবিচার পেতে তাঁরা আদালতের দ্বারস্থও হয়েছেন। যদিও ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে এই ঘটনার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মহেশতলার বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস এ ঘটনার তীব্র নিন্দা করেন। বলেন, থানায় নিয়ে গিয়ে মারধরের যে অভিযোগ উঠেছে, তা সত্যিই নক্ক্যারজনক। বুধবার সকালে মহেশতলা থানা ঘেরাও করেন স্থানীয়রা। অভিযুক্ত অফিসারের শাস্তির দাবি উঠেছে। 

[আরও পড়ুন: কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার দাবিতে অবরোধ, অ্যাম্বুল্যান্সেই বেঘোরে মৃত্যু শিশুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার