shono
Advertisement

‘বিশৃঙ্খলা ও স্বজনপোষণ যুবসমাজের অপছন্দের জিনিস’, বর্ষশেষের ‘মন কি বাতে’মন্তব্য মোদির

আগামী দশকে যুবরা দেশ গড়বে বলেও দাবি করেন তিনি। The post ‘বিশৃঙ্খলা ও স্বজনপোষণ যুবসমাজের অপছন্দের জিনিস’, বর্ষশেষের ‘মন কি বাতে’ মন্তব্য মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 01:21 PM Dec 29, 2019Updated: 01:36 PM Dec 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আজকের যুব সম্প্রদায় অস্থিরতা, বিশৃঙ্খলা ও স্বজনপোষণ পছন্দ করে না। সিস্টেমের ওপর ভরসা রেখে বিভিন্ন বিষয়ে স্পষ্টভাষায় নিজেদের বক্তব্য রাখতেও পিছপা হন না তাঁরা।’ আজ বর্ষশেষের ‘মন কি বাত‘ অনুষ্ঠানে এই মন্তব্যই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

আগামী দশকে যুবরা দেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলেও দাবি করেন তিনি। তাঁদের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আজকের যুবরা অন্যরকম ভাবে জীবনকে দেখে। একদিকে তাঁরা যেমন সোশ্যাল মিডিয়াতে সাবলীল তেমনি সমাজ, দেশ ও পরিবেশের কথাও ভাবেন। আজকের এই অত্যাধুনিক প্রজন্মই আগামী দশকে ভারতের চালিকাশক্তি হয়ে উঠবে। বিভিন্ন বিষয়ে খোঁজখবর রাখার পাশাপাশি নিয়ম ও শৃঙ্খলাবদ্ধ জীবন কাটাতেও অভস্ত। বিশ্বের যে কোনও বিষয়ে নিজের মতামত প্রকাশ করতেও চিন্তা করে না তাঁরা।’

[আরও পড়ুন: ‘৩ কোটি টাকা জমা দাও, বড় পদ পাবে’, অমিত শাহ সেজে টোপ হরিয়ানার মন্ত্রীকে]

 

এরপর নাম না করে কংগ্রেস ও গান্ধী পরিবারের স্বজনপোষণের রাজনীতিকে কটাক্ষ করেন তিনি। বলেন, ‘আজকের যুবরা অনেক জিনিস পছন্দ করলে স্বজনপোষণের রাজনীতি একদম সহ্য করতে পারেন না। সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা ও বিশৃঙ্খলাতে তাঁদের অনীহা আছে। মাঝে মধ্যে কিছু মানুষ তাঁদের ভুলপথে চালানোর চেষ্টা করলেও সফল হয় না।’

সম্প্রতি হয়ে যাওয়া সূর্যগ্রহণ নিয়েও আজ মন্তব্য করেন তিনি। বলেন, ‘২৬ তারিখ আমিও সূর্যগ্রহণ দেখার চেষ্টা করেছিলাম। আকাশে মেঘ থাকায় আমার সে ইচ্ছাপূরণ হয়নি। তবে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ তা উপভোগ করেছেন।’

The post ‘বিশৃঙ্খলা ও স্বজনপোষণ যুবসমাজের অপছন্দের জিনিস’, বর্ষশেষের ‘মন কি বাতে’ মন্তব্য মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement