সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের বাজারে আত্মপ্রকাশ হল ইউ ইউনিকর্ন-এর৷ মাত্র ১৫ হাজার টাকার এই মোবাইল, হালফিলের ক্রেতাদের স্মার্ট চয়েসের উপরের সারিতেই রয়েছে৷ বাজারে এর চাহিদা অন্য ব্র্যান্ডের তুলনায় বেশি বই কম নয়৷ কারণ এর কিছু ইউনিক ফিচার৷
Advertisement
- ৫.৫ ইঞ্চি FHD IPS ডিসপ্লে-র এই ফোনে থাকছে ৪ জিবি ব়্যাম৷
- ২.৫ডি কার্ভড স্ক্রিনে থাকছে এইচডি রেজোলিউশন৷
- ব্যাক ক্যামেরা ১৩ মেগা পিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগা পিক্সেল৷
- ১.৮ Ghz অক্টা কোর (MT6755) প্রসেসর৷
- ৪০০০ mAh লি-পলি ব্যাটারি৷
- ৩জি ও ৪জি ডুয়াল সিম৷
- অ্যান্ড্রয়েড v5.1.1 (Lollipop) ভার্সান৷
- ইন্টারনাল মেমোরি ৩২ জিবি এবং ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমোরি৷
এতকিছুর জন্য ১৫ হাজার টাকা এমন কিছু বেশি দাম নিশ্চয়ই নয়? জীবনে একবার মোবাইল না কিনলেও, একটি মোবাইল ফোন কিনে বেশি দিনই নিশ্চয়ই ব্যবহার করতে চাইবেন সকলে৷
The post ইউনিক ফিচার নিয়ে বাজারে এল ‘ইউ ইউনিকর্ন’ স্মার্টফোন appeared first on Sangbad Pratidin.